প্রথম আলো : আসন্ন ঈদুল আজহা কবে হবে, তা ঠিক হয়নি এখনো। এটা নির্ভর করবে চাঁদ ওঠার ওপর। তবে ঈদ আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে, এটা ধরে নিয়ে উৎসব ভাতা বা বোনাস পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। এতে তাঁদের বোনাস কিছুটা বাড়বে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গতকাল মঙ্গলবার হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়কে এই মতামত জানিয়ে দিয়েছে। সিজিএ কার্যালয় গত ৫ জুলাই অর্থ বিভাগের কাছে এ বিষয়ে মতামত জানতে চেয়েছিল। অর্থ বিভাগ তাদের মতামত দিয়েছে।
সিজিএ কার্যালয়ের চিঠির পর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলাম অর্থসচিবকে এক আবেদনে জানান, ‘যদি চাঁদ দেখার কারণে ঈদুল আজহার তারিখ এগিয়ে বা পিছিয়ে যায়, তার পরও মহামারি করোনার এই নাকাল অবস্থায় নতুন মূল বেতন অনুযায়ী বোনাস এই সময়ের প্রাণের দাবি।’
অর্থ বিভাগের মতামতের পর সরকারি কর্মচারীদের বোনাস একটু বাড়বে। এক দিন আগে অর্থাৎ ৩১ জুলাই ঈদ হলে তাঁদের বোনাস একটু কম হতো। কারণ, জুলাইয়ে ঈদ হলে জুন মাসের মূল বেতনের ভিত্তিতে সবাই বোনাস পেতেন। আর আগস্টে ঈদ হবে ধরে নেওয়ায়, এখন বোনাস পাবেন জুলাইয়ের ভিত্তিতে। বিদ্যমান বেতন-কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের ১ জুলাই থেকে বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট পাঁচ বছর ধরেই কার্যকর হয়ে আসছে।
সিজিএ কার্যালয় ১ আগস্ট ঈদ ধরে এবং জুলাই মাসের ইনক্রিমেন্টের হিসাবসহ সরকারি চাকরিজীবীদের ঈদুল আজহার বোনাস দিতে চায় বলে নিজের মতামত জানিয়েছিল অর্থ বিভাগকে। এখন অর্থ বিভাগও এতে রাজি। সিজিএ কার্যালয় এ-ও বলেছিল, ঈদ ৩১ জুলাই হয়ে গেলে প্রয়োজনে পরের মাসের বেতন বা পেনশন থেকে বাড়তি নিয়ে যাওয়া অর্থ সমন্বয় করা হবে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…