কক্সবাজারের বর্ষীয়ান রাজনৈতিক নেতা নজরুল ইসলাম চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের বর্ষীয়ান রাজনৈতিক নেতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নজরুল ইসলাম চৌধুরী আর নেই। তিনি বুধবার (৮ জুলাই) বিকাল ৩ টা ৪৫ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজেউন)।

এ তথ্য নিশ্চিত করেছেন নজরুল ইসলাম চৌধুরীর ছোট ভাই ও কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেসের মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব এএম সিরাজুল ইসলাম।

নজরুল ইসলাম চৌধুরী ১ ছেলে ও ২ মেয়ের জনক। তিনি পেকুয়া উপজেলার মগনামার মরহুম মাওলানা ফজলুল হকের বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় বসবাস করে আসছেন।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। গত ২২ জুন দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল ৪ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ২৩ জুন তার করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর থেকে সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে সেখান থেকে তাকে কক্সবাজারের ইউনিয়ন হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে এই রিপোর্টে তার করোনা নেগেটিভ আসে।

পরিবার সূত্র জানিয়েছে, বুধবার (৮ জুলাই) রাত ১১ টায় বায়তুশ শরফ চত্বরে জানাজা শেষে বইল্যাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৭ বছর।

পেকুয়া উপজেলার মগনামায় জন্মগ্রহণকারি নজরুল ইসলাম চৌধুরী ষাট্টের দশকের কক্সবাজার মহকুমার ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের পাশাপাশি কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। এছাড়া ষাট্টের দশকের ছাত্র আন্দোলনের পাশাপাশি জেলায় আওয়ামীলীগ পূর্ণ:গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা রাখেন। বিভিন্ন সময় আওয়ামীলীগের নানা পর্যায়ের দায়িত্ব পালন করেছেন। তিনি কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ দিন দায়িত্বে ছিলেন।

॥ শোক ॥

কক্সবাজারের বর্ষীয়ান রাজনৈতিক নেতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহল। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এক বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

nupa alam

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

1 day ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

1 day ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

2 days ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

3 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

3 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

3 days ago