অপেক্ষার অবসানের টেস্টে বৃষ্টির বাধা

সমকাল : করোনাভাইরােসর কারণে ১১৭ দিন বন্ধ থাকার পর মাঠে ফিরছে ক্রিকেট। কিন্তু বাধ সেধেছে বৃষ্টি। দাউদাম্পটনে তাই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের টসও হয়নি। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হওয়ার কথা ছিল।

ক্রিকেট ফেরার অপেক্ষায় থাকা ভক্তদের এখন তাই একটাই প্রার্থনা, ‘যা বৃষ্টি ঝরে যা’। সর্বশেষ খবর অনুযায়ী, বৃষ্টি অবশ্য থেমেও গেছে। মাঠ প্রস্তুতের কাজ চলছে। আকাশও পরিষ্কার হয়ে গেছে। তবে এখনও তোলা হয়নি উইকেটের কভার। আবহাওয়া পূর্বভাসে অবশ্য দ্রুতই বৃষ্টি থেমে যাওয়ার আভাস ছিল না। হয়তো ক্রিকেট প্রেমিদের পার্থনা তা থেমেছে! 

ম্যাচ শুরুর আগের এই বৃষ্টি টস জয়ী দলকে দেবে বাড়তি সুবিধা। বোলিং নিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলার সুযোগ হবে টস জয়ী দলের পেসারদের। বৃষ্টি ভেজা উইকেটে জোফরা আর্চার-স্টুয়ার্ড ব্রডদের সামলানো ওয়েস্ট ইন্ডিজের জন্য হয়ে যাবে খুবই কঠিন। অন্য দিকে পেস-সুইংয়ের পসরা সাজাতে ওয়েস্ট ইন্ডিজ দলে আছে আলজারি জোসেফ-কেমার রোসদের মতো পেসাররা।

প্রথম টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ডর একাদশের ব্যাটিং অর্ডার বেশ অনভিজ্ঞ। লক ডাউনের কারণে বিরতি থেকে ফেরা ইংল্যান্ডকে ঘরের মাঠে তাই দিতে হবে বড় পরীক্ষা। ইংল্যান্ড অধিনায়ক তাদের দলকে আগামী অ্যাসেজের জন্য প্রস্তুতি হিসেবে দেখছেন। তার মতে, ২০১৫ বিশ্বকাপের জন্য তারা যেমন সময় নিয়ে দল গুছিয়েছিল। এই দল তেমনি অ্যাসেজ ও ভারতের বিপক্ষে ভালো করতে তাদের সহায়তা করবে।

ইংল্যান্ড তাদের একাদশে সাত বোলার রেখেছে। অন্য দিকে পাঁচ বোলার নিয়ে নামতে পারে ওয়েস্ট ইন্ডিজ। করোনা পরবর্তী ম্যাচটা যে বোলারদের হতে যাচ্ছে সেটা সম্ভবত দুই দল আগেই আঁচ করেছে। বৃষ্টি তা আরও নির্ধারণ করে দিল। করোনা পরবর্তী ক্রিকেটে এসেছে বেশি কিছু পরিবর্তন। বলে লালা দেওয়া যাবে না, উইকেট পেলে দলীয় উদযাপনে মানাসহ আরও কিছু বদল এসেছে। এখন ক্রিকেটাররা কিভাবে মানিয়ে নেয় সেটাই দেখার পালা।

tawhid

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago