বিনোদন

‘সালমান শিল্পী ঠিক করে দেওয়ার কে?’

সমকাল : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডেনেপোটিজমের জোর ধাক্কা লেগেছে। সেটা শুধু অভিনয় শিল্পীদের বেলায়ই নয়। স্বজনপোষণ বিষয়টি সঙ্গীত শিল্পীদের বেলায়ও রয়েছে, এমন অভিযোগ করেছিলেন শিল্পী সোনু নিগম। সোনুর পর এবার মুখ খুললেন কণ্ঠশিল্পী অভিজিৎ ভট্টাচার্য।

সঙ্গীতশিল্পীদের বেলায় স্বজনপোষণের ব্যাপারটি আলোচনায় এনে অভিজিৎ ভট্টাচার্য বলেন, ‘এসব এখনই বেশি হচ্ছে। ১৯৯০ সালের আগে এসব কারো ভাবনায়ও আসত না। একটি গান একজন গায়কের থেকে অন্যজনের কাছে চলে গেছে, এটি আগেও হয়েছে, তবে এমন নোংরামো আগে হতো না। কোন গান কোন গায়ক গাইবেন, তা সংগীত পরিচালক বা সুরকাররাই সিদ্ধান্ত নিতেন, কোনো মিউজিক কোম্পানি বা অন্য কোনো অভিনেতা নয়।’ ভারতের সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ক্ষুব্ধ অভিজিৎ ভট্টাচার্য আরও বলেন, ‘কোন গায়ক গান গাইবেন, তার সিদ্ধান্ত নেওয়ার সালমান খান কে? কোনো গায়কের গাওয়া গান সালমান কীভাবে নিয়ে নিতে পারেন? আর এখানেই তো পক্ষপাতিত্ব স্পষ্ট।’

অভিজিত আরও বলেন, ‘আমার সময় নেপোটিজম বিষয়টা কখনো ছিল না। তবে হ্যাঁ, কেউ কারো পছন্দের, কারো শিবিরের—সেটা ছিল, তবে এ রকম নোংরামো কখনো হতো না। সে সময় একজন প্রযোজক কোনোদিন সংগীত পরিচালকের কাজে হস্তক্ষেপ করতেন না। আর ডি বর্মন, খৈয়াম সাব, ও পি নায়ার, রবীন্দ্র জৈনকে বলার সাহস কারো ছিল না যে একে দিয়ে গাওয়ান। তাঁরা নিজেরাই সিদ্ধান্ত নিতেন। যদি নির্দিষ্ট কোনো গান কোনো গায়কের গলায় ভালো না লাগার বিষয় হতো, তখন হয়তো অন্য কাউকে দিয়ে গাওয়ানো হতো। কবিতা কৃষ্ণমূর্তিও তো কোনো বড় সংগীত পরিবার থেকে আসেননি, স্বতন্ত্র গায়ক ছিলেন, তবুও তাঁকে ডেকে সংগীত পরিচালকেরা গান গাইয়েছেন।

তবে শুধু সোনু বা অভিজিৎই নন, মুখ খুলেছেন ইলা অরুণও। পুরো সংগীতজগৎই এখন ‘কারসাজির খেলা’ বলে কটাক্ষ করেছেন ইলা অরুণ। তার কথায়, ‘কোনো ভালো সংগীত পরিচালক এখন সফল হতে পারেন না। কারণ, এই স্বজনপোষণ। গোটা সংগীতজগৎটাই এখন মাফিয়ারা চালাচ্ছে। কারো ভবিষ্যৎ ইচ্ছাকৃতভাবে খুন করা হয়। আগে সবকিছু অনেক সুস্থ, স্বচ্ছ ছিল। এখন গুন্ডামো হয়।’

tawhid

Recent Posts

টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ১ কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইসসহ ফিরোজ আলম (৪৭) নামে একজন…

3 hours ago

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত করলেন ছাত্রদলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজের সামাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও…

3 hours ago

ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার ইনানী সৈকতের সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে; এসময় স্থানীয়রা…

21 hours ago

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরাপদ পর্যটনের জন্য ‘সমুদ্র সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার হবে সকল পেশার, শ্রেণীর, ধর্মের, লিঙ্গের মানুষের…

1 day ago

রোহিঙ্গা ক্যাম্প থেকে জি থ্রি রাইফেল সহ আরসা কমান্ডার আটক

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি জি-থ্রি রাইফেল ও গুলিসহ সন্ত্রাসী সংগঠন আরসা’র এক…

1 day ago

টেকনাফের পাহাড়ে জেল ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের পাহাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় ১০ দিন আগে ‘জেল ফেরত’ এক যুবকের…

2 days ago