সৈকতে সোনা : আমার কিছু কথা

কামরুল ইসলাম মিন্টু

লকডাউনের পর থেকে পর্যটন নগরীর চরিত্র পাল্টে গিয়েছে। এ পাল্টে যাওয়া সৈকতের নানা রূপ-রং এর খবর আমরা ঢালাওভাবে প্রচার করেছি।

পর্যটন নগরীকে কেন এতো গুরুত্ব দেয়া হয়, কারণ এখানে দুনিয়ার সবচেয়ে বড় সমুদ্র সৈকত আছে তাই জন্য।

এখানকার ছোটখাটো বিষয় তুলে আনলে ভ্রমন পিপাসু মানুষ আগ্রহ ভরে দেখেন। তাই এতো গুরুত্ব পায় কক্সবাজারের হালচাল।

তাই যদি হয়। ভাবুনতো, সৈকতে যেখানে একটা পিঁপড়াও ঢুকতে দিচ্ছেনা প্রশাসন সেখানে শত শত মানুষ একটা নির্দিষ্ট সময় ধরে ঝিম ধরে এক মনে ঢেউয়ের দিকে তাকিয় থাকছে, আর ঢেউ পানিতে বিলিয়ে গেলে দৌড় দিয়ে পানিতে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে।

তখন আপনি দূর থেকে দেখছেন সেই দৃশ্য। তখন আপনি তার কারণ খোঁজার চেষ্টা করবেন কিনা।

আর এই সময়ে যদি এমন দৃশ্য দেখেন নিশ্চয় সুযোগ পেলে মানুষগুলোর কাছ থেকে জানতে চাইবেন, কি হচ্ছে এখানে।

সংবাদ মাধ্যমে কাজ করি যেহেতু আমারো জানার ইচ্ছা জেগেছিল।

তখন তারা বললো সোনা খুঁজি। জিজ্ঞেস করলাম পেয়েছেন কখনো। বললো, ভাগ্য থাকলে পায়। অনেকে পেয়েছেন তারা উত্তর দিলো।

ভাবলাম, interesting ঘটনা! ক্যামেরা তাক করে ঘটনার আদ্যেপান্ত ধারণ করলাম।

অর্থ্যাৎ সমুদ্র সৈকতের বর্তমান situationটা ক্যামেরা বন্দি করলাম। কক্সবাজারের প্রকৃতি, ডলফিনের নাচানাচি, সৈকতে পড়ে থাকা কিটকট, ময়লা আবর্জনা তুলে ধরতে পারি তাহলে শুণ্য সৈকতে কিছু মানুষের রহস্যজনক ছুটাছুটি কেন নয়।

দু:খ হলো প্রচারিত সংবাদটির শিরোনাম, দেখেই অনেকেই পুরো সংবাদটি শোনার সুযোগ পাননি। তাতে অবাক হওয়ার কিছু নেই। কারণ আমরা একটু ইমোশনাল।

সংবাদের কোথাও রিপোর্টারের নিজস্ব মন্তব্য ছিলনা। শুধু মানুষের ছুটাছুটির কারণ বক্তব্যে ধারণ করা হয়েছিল। কারণ আগেই বলেছিলাম, কক্সবাজারের যেকোন পরিস্থিতির জানবার আগ্রহ সবার থাকে।

সমুদ্রের সোনার খনি পাওয়া যাচ্ছে। কিংবা বানের পানির মতো সোনা আসছে তার কিছু বলা হয়নি। উল্লেখ ছিল কেবল মানুষ কি খুঁজছে এবং কেন।
স্পষ্ট বক্তব্যে আছে তারা মাঝে মাঝে সোনার গয়না পান।

অর্থ্যাৎ সমুদ্র সৈকতের বর্তমান situation টা তুলে ধরা হয়েছে মাত্র। যা আগেও নানা বিষয় সৈকতকে ঘিরে খবর প্রচার হয়েছে।

নির্জন সৈকতে শুধু কিছু মানুষের রহস্যজনক ঢেউয়ের পিছনে ছুটার কারণ কি সংবাদ নয়?

সংবাদ কি তবে আয়োজন করে সভা, মিছিল, বিতরণ আর জন্মদিন বড় করে ছাপানো বা দেখানো?
তাই যদি হয় চুপ থাকায় শ্রেয়।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago