চোখের সামনে ভ্যাট সনদ ঝুলিয়ে রাখার নির্দেশ

প্রথম আলো : ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের সনদ ঝুলিয়ে রাখতে হবে। প্রতিষ্ঠানের দৃশ্যমান কোনো স্থানে এই সনদ রাখতে সম্প্রতি নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ। ব্যবসা প্রতিষ্ঠানগুলো তা সঠিকভাবে রাখছে কি না, তা তদারকিতে প্রত্যেক ভ্যাট কমিশনারেটকে নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ জুলাইয়ের মধ্যে এ নিয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে বলা হয়েছে।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘এই করোনার সময়ে এমনিতেই ব্যবসা-বাণিজ্যে মন্দা। এমন অবস্থায় ভ্যাট কর্মকর্তারা যদি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাটের সনদ দেখতে আসেন, তাহলে তা ব্যবসায়ীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করবে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে।’

পুরোনো ভ্যাট আইনেই ব্যবসা প্রতিষ্ঠানে সনদ ঝুলিয়ে রাখার বিষয়টি ছিল। গত বছরের জুন থেকে চালু হওয়া নতুন আইনেও তা রাখা হয়। কিন্তু নতুন আইনে এভাবে সনদ রাখার বিষয়টি অনেক ব্যবসায়ী জানেন না। অনেকে ভ্যাট সনদ নিজের ব্যবসা প্রতিষ্ঠানে প্রদর্শন করেন না। তাই নতুন করে বিষয়টি মনে করিয়ে দেওয়া হলো। সনদ না রাখলে ১০ হাজার টাকার জরিমানার বিধানও আছে।

বিভিন্ন কমিশনারেটকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাট সনদ দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখছে না, যা আইনত জরিমানা আরোপযোগ্য অপরাধ। মাঠপর্যায়ের দপ্তরগুলোও আইনের বিধানটি নিশ্চিত করতে পারছেন না। তাই মাঠপর্যায়ে তদারকির নির্দেশ দেওয়া হয় ওই চিঠিতে।

ওই চিঠিতে নির্দেশ বেশ কয়েকটি দেওয়া হয়েছে। যেমন মাঠপর্যায়ের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোয় সঠিকভাবে ভ্যাট সনদ দৃশ্যমান স্থানে রাখা হচ্ছে কি না, তা দেখতে নিয়মিত পরিদর্শন অভিযান পরিচালনা করা। কতটি প্রতিষ্ঠান ভ্যাট সনদ রাখছে, তা নিয়ে একটি জরিপ পরিচালনার নির্দেশও দেওয়া হয়েছে।

tawhid

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago