বাংলাদেশ

করোনাভাইরাস: চট্টগ্রামে শনাক্ত রোগী ১০ হাজার ছাড়াল

বিডিনিউজ : প্রথম সংক্রমণ ধরা পড়ার ৯৪ দিনের মাথায় চট্টগ্রামে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেল।

জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামের সাতটি ল্যাবে করা এক হাজার ৩১৮টি নমুনা পরীক্ষার সর্বশেষ ফলাফল তারা হাতে পেয়েছেন রোববার মধ্যরাতে।

তাতে আরও ২৯২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। ফলে চট্টগ্রামে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ১৮০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৬২ হাজার ৪১৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ২ হাজার ৫২ জনের।

চট্টগ্রাম জেলায় গত ২৫ মার্চ করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হলেও প্রথম রোগী শনাক্ত হয়েছিল ৩ এপ্রিল। পরে পরীক্ষাগার ও পরীক্ষার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শনাক্ত রোগীর সংখ্যাও বেড়েছে।

চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৯৫ জনের মৃত্যুর খবর নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ছয় জনের মৃত্যু হয়েছে সর্বশেষ এক দিনে।

এই সময়ে আরও ২১ জন সুস্থ হয়ে উঠেছেন, এ পর্যন্ত মোট এক হাজার ২১৬ জনের সুস্থ হওয়ার তথ্য জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মহানগরীসহ চট্টগ্রাম জেলায় শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৭২ জন, যা এ পর্যন্ত মোট শনাক্তের শূন্য দশমিক ৭০ শতাংশ।

এরপর মে মাসের ৩১ দিনে শনাক্ত হয় আরও দুই হাজার ৭৪৭ জন রোগী, যা মোট শনাক্তের ২৬ দশমিক ৯৮ শতাংশ।

জুন মাসে চট্টগ্রাম জেলায় পাঁচ হাজার ৬৬১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে, যা মোট শনাক্ত রোগীর ৫৫ দশমিক ৬০ শতাংশ।

এছাড়া চলতি জুলাই মাসের প্রথম ৬ দিনে আরও ১ হাজার ৭০০ জনের মধ্যে ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা মোট শনাক্ত রোগীর ১৬ দশমিক ৬৯ শতাংশ।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বলেন, “মে মাস থেকে আমাদের জেলায় আক্রান্তের হার বেড়েছে। প্রথমত আগের চেয়ে পরীক্ষা করার হার ও সুযোগ বেড়েছে এবং পরীক্ষার ল্যাবের সংখ্যাও চট্টগ্রামে বেড়েছে। এজন্য শনাক্তও হচ্ছে বেশি।”
সারাদেশের মত চট্টগ্রাম মহানগরী ও জেলায় লকডাউন উঠে যাওয়া এবং স্বাস্থ্যবিধি মানার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতার অভাবেও আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করেন তিনি। 

এ পর্যন্ত শনাক্ত রোগীদের মধ্যে ৩ হাজার ১২৩ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা, বাকি ৭ হাজার ৫৭ জন চট্টগ্রাম মহানগরীর।

সর্বশেষ এক দিনে শনাক্ত ২৯২ জনের মধ্যে ২৩২ জন মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা, আর ৬০ জন বিভিন্ন উপজেলার।

tawhid

Recent Posts

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কক্সবাজারে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ ও অনুদান প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার বৈষম্যবিরোধী গণআন্দোলনে কক্সবাজারে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারত…

5 mins ago

কুতুবদিয়ায় বিশ্ব নদী দিবস পালিত

ফয়সাল উদ্দিন রিপন, কুতুবদিয়া : "নদী দূষণ বন্ধ কর, প্লাস্টিক দূষণ বন্ধ কর"এ স্লোগানকে সামনে…

6 mins ago

টেকনাফে নিখোঁজ মেয়ে শিশুর বস্তিাবন্দি মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজের নয় ঘন্টা পর এক মেয়ে শিশুর বস্তাবন্দি…

15 mins ago

৩৫ হাজার ইয়াবা সহ পুলিশ কনস্টেবল সহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।…

25 mins ago

সেনা কর্মকর্তারা ম্যাজিষ্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত : মব জাষ্টিস নিন্দনীয়

মোহাম্মদ জাহাঙ্গীর, এডভোকেট বিগত ১৮ সেপ্টেম্বরের দেশের প্রায় সকল পত্রিকায় প্রধান সংবাদ-শিরোনাম ছিল ফৌজদারী কার্যবিধির,…

1 hour ago

৪৮ মামলার আসামী জিয়াবুলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান : অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়ন থেকে যৌথ বাহিনী অভিযানে ৪৮ মামলার আসামী…

1 hour ago