বিডিনিউজ : প্রথম সংক্রমণ ধরা পড়ার ৯৪ দিনের মাথায় চট্টগ্রামে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেল।
জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামের সাতটি ল্যাবে করা এক হাজার ৩১৮টি নমুনা পরীক্ষার সর্বশেষ ফলাফল তারা হাতে পেয়েছেন রোববার মধ্যরাতে।
তাতে আরও ২৯২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। ফলে চট্টগ্রামে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ১৮০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৬২ হাজার ৪১৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ২ হাজার ৫২ জনের।
চট্টগ্রাম জেলায় গত ২৫ মার্চ করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হলেও প্রথম রোগী শনাক্ত হয়েছিল ৩ এপ্রিল। পরে পরীক্ষাগার ও পরীক্ষার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শনাক্ত রোগীর সংখ্যাও বেড়েছে।
চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৯৫ জনের মৃত্যুর খবর নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ছয় জনের মৃত্যু হয়েছে সর্বশেষ এক দিনে।
এই সময়ে আরও ২১ জন সুস্থ হয়ে উঠেছেন, এ পর্যন্ত মোট এক হাজার ২১৬ জনের সুস্থ হওয়ার তথ্য জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মহানগরীসহ চট্টগ্রাম জেলায় শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৭২ জন, যা এ পর্যন্ত মোট শনাক্তের শূন্য দশমিক ৭০ শতাংশ।
এরপর মে মাসের ৩১ দিনে শনাক্ত হয় আরও দুই হাজার ৭৪৭ জন রোগী, যা মোট শনাক্তের ২৬ দশমিক ৯৮ শতাংশ।
জুন মাসে চট্টগ্রাম জেলায় পাঁচ হাজার ৬৬১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে, যা মোট শনাক্ত রোগীর ৫৫ দশমিক ৬০ শতাংশ।
এছাড়া চলতি জুলাই মাসের প্রথম ৬ দিনে আরও ১ হাজার ৭০০ জনের মধ্যে ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা মোট শনাক্ত রোগীর ১৬ দশমিক ৬৯ শতাংশ।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বলেন, “মে মাস থেকে আমাদের জেলায় আক্রান্তের হার বেড়েছে। প্রথমত আগের চেয়ে পরীক্ষা করার হার ও সুযোগ বেড়েছে এবং পরীক্ষার ল্যাবের সংখ্যাও চট্টগ্রামে বেড়েছে। এজন্য শনাক্তও হচ্ছে বেশি।”
সারাদেশের মত চট্টগ্রাম মহানগরী ও জেলায় লকডাউন উঠে যাওয়া এবং স্বাস্থ্যবিধি মানার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতার অভাবেও আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করেন তিনি।
এ পর্যন্ত শনাক্ত রোগীদের মধ্যে ৩ হাজার ১২৩ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা, বাকি ৭ হাজার ৫৭ জন চট্টগ্রাম মহানগরীর।
সর্বশেষ এক দিনে শনাক্ত ২৯২ জনের মধ্যে ২৩২ জন মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা, আর ৬০ জন বিভিন্ন উপজেলার।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…