বিউবোনিক প্লেগ ‘ছড়ানোর ঝুঁকিতে’ চীনে সতর্কতা

কক্সবাজারটাইমস ডেস্ক : বিউবোনিক প্লেগের আশঙ্কার কথা জানিয়েছে চীনের উত্তরাঞ্চলীয় এক শহর। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপল’স ডেইলি অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, প্লেগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অভ্যন্তরীণ মঙ্গোলিয়া সায়ত্ত্বশাসিত অঞ্চল বায়ানুরে তৃতীয় স্তরের সতর্কতা ঘোষণা করা হয়েছে।

চীনা সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতের এনডিটিভি জানায়, বায়ানুরের একটি হাসপাতালে শনিবার সন্দেহজনক বিউবোনিক প্লেগ আক্রান্ত রোগীর দেখা মেলে। এই সতর্কতা ২০২০ সালের শেষ পর্যন্ত থাকবে বলে ঘোষণা করেছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়েছে এনিয়ে, ‘বর্তমানে এই শহরে একটি প্লেগ মহামারি আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। জনসাধারণকে তাই স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে সচেতন থাকতে হবে এবং শরীরে যে কোনও অস্বাভাবিকতা লক্ষ করলে আমাদের জানাতে হবে।’

গত ১ জুলাই রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সম্প্রতি মঙ্গোলিয়ার খোভদ প্রদেশে সম্ভাব্য বিউবোনিক প্লেগে আক্রান্ত দুজনকে পাওয়া যায়। তাদের ল্যাব পরীক্ষায় পজিটিভ এসেছে। তাদের একজন ২৭ বছর বয়সী, অন্যজনের বয়স ১৭। তারা দুজন ভাই। তাদের ভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জানান স্বাস্থ্য কর্মকর্তা।

দুই ভাই মারমটের মাংস খেয়েছিলেন বলে জানান ওই কর্মকর্তা এবং সেখান থেকে এই রোগ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। তাই সতর্কতা হিসেবে জনসাধারণকে মারমটের মাংস না খাওয়ার পরারম্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা।

দুই ভাইয়ের সংস্পর্শে যাওয়া ১৪৬ জনকে আইসোলেশনে নিয়ে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়েছে নারানগেরেল।

বিউবোনিক প্লেগ এক ধরনের ব্যাকটেরিয়াজনিত রোগ যা মারমটের মতো বুনো ইঁদুরের শরীরে থাকে এবং মাছির মাধ্যমে ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সময়মতো চিকিৎসা দেওয়া না হলে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে একজন প্রাপ্তবয়স্কের প্রাণ কেড়ে নিতে পারে এই প্লেগ।

গত বছর মঙ্গোলিয়ার বায়ান-উলগি প্রদেশে এক দম্পতি মারমটের কাঁচা মাংস খেয়ে বিউবোনিক প্লেগে মারা যান।

বিউবোনিক প্লেগের এই আশঙ্কা প্রকাশের আগে চীনা গবেষকরা শুকর থেকে আরেকটি ‘সম্ভাব্য মহামারি’ ছড়ানোর ব্যাপারে সতর্কবার্তা দিয়েছিলেন।

tawhid

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago