বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।
বিজিবির দাবি, নিহত দুই রোহিঙ্গা মাদক পাচারকারী।
সোমবার (৬ জুলাই) ভোর রাতে অবরাং গ্রামের নানীরবাড়ি এলাকার নাফ নদীর তীরে ট্ বন্দুকযুদ্ধ হয়।
নিহতরা হলেন, আলম (২৬) ও মো. ইয়াছিন (২৪)।
বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফয়সল হাসান খান জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান ঢুকতে পারে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল অবরাং গ্রামের নানীরবাড়ি এলাকার নাফ নদীর তীরে অবস্থান নেয়। পরে টহল দল দুই তিনজন ব্যক্তিতে নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। তীরে ওঠার সঙ্গে সঙ্গে টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু টহলদল তাদের ধাওয়া করলে ইয়াবা পাচারকারীরা গুলি করে। বিজিবিও পাল্টা গুলি করে। এতে দুই মাদক পাচারকারী গুলিবিদ্ধ হন। আহত হন বিজিবির দুই সদস্য।
গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফয়সল হাসান খান আরও জানান, ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, ১টি চায়না পিস্তল ও ২ রাউন্ড চায়না পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাম পাওয়া যায়। তারা দুইজনই উখিয়া কুতুপালং ও বালুখালী আশ্রয় শিবিবের রোহিঙ্গা। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, আহত দুই বিজিবি সদস্যকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…