নেপালের প্রধানমন্ত্রী ওলির পদত্যাগে চাপ বাড়ছে

প্রথম আলো : ভারতীয় সীমান্তের বিতর্কিত তিনটি এলাকা অন্তর্ভুক্ত করে সম্প্রতি নতুন মানচিত্র তৈরি করে নেপাল। এই পদক্ষেপের নেতৃত্বে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এ জন্য নয়াদিল্লি নাখোশ হয়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তোলেন ওলি। তাঁর ওই অভিযোগের পর নিজ দলের ভেতরই কোণঠাসা হয়ে পড়েন তিনি। বিরোধীদেরও বিরাগভাজন হন। এখন তাঁর ক্ষমতায় থাকা নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে।

নেপালের প্রভাবশালী পত্রিকা কাঠমান্ডু পোস্টের অনলাইনের খবরে গতকাল বৃহস্পতিবার বলা হয়েছে, এই রাজনৈতিক পরিস্থিতিতে ওলিকে পদত্যাগে বাধ্য করতে তৎপরতা শুরু করেছেন ক্ষমতাসীন দল নেপাল কংগ্রেস পার্টির (এনপিসি) চেয়ারপারসন পুষ্প কমল দহল। এ জন্য তিনি গতকাল সকালে কাঠমান্ডুতে দলের আরেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী ওলির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতাদের সঙ্গে বৈঠক করেন। দহলের প্রেস উপদেষ্টা বিষ্ণু সাপকোটা এ তথ্য জানিয়ে বলেছেন, ওই বৈঠকে দলের সাধারণ সম্পাদক বিষ্ণু পাউদেল, পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গাওয়ালিসহ গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। 

ভারতের সঙ্গে সীমান্তবিরোধ নিজ দলের ভেতরই কোণঠাসা ওলিবিরোধীদেরও বিরাগভাজন পার্লামেন্টের গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন মুলতবি।

খবরে আরও বলা হয়, পুষ্প কমল দহল, মাধব কুমার নেপালের মতো জ্যেষ্ঠ নেতারা প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন উভয় পদ থেকে ওলির পদত্যাগের দাবি করেছেন। আগের দিন বুধবার দহলের ঘনিষ্ঠজনেরা এ বিষয়ে বৈঠকও করেন বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। কোনো গোলমালে না গিয়ে আপসে ওলিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। 

চরম চাপে পড়া প্রধানমন্ত্রী ওলিও গদি বাঁচানোর চেষ্টায় আছেন। গতকাল মন্ত্রিসভার বৈঠকের আগে সকালে নিজের সরকারি বাসভবন বালুওয়াটারে রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারি ও দহলের সঙ্গেও একাকি বৈঠক করেন ওলি। মন্ত্রিসভার বৈঠক থেকে পার্লামেন্টের বাজেট অধিবেশন মুলতবি সুপারিশ করা হয়। পরে রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারি গুরুত্বপূর্ণ অধিবেশন মুলতবি করেন।

tawhid

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago