ফাইনাল ‘বিক্রি’: সাঙ্গাকারাকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

বিডিনিউজ : ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন কুমার সাঙ্গাকারা। ফাইনাল ম্যাচ ভারতের কাছে ‘বিক্রি’ করে দেওয়ার অভিযোগের তদন্তে তাই হয়তো তাকে প্রশ্নের মুখে পড়তে হলো বেশি। কলম্বোতে বৃহস্পতিবার এই লঙ্কান কিংবদন্তিকে প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

ওই বিশ্বকাপের সময়ের শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে গত ১৮ জুন অভিযোগ করেছিলেন, ২০১১ বিশ্বকাপের ফাইনাল ভারতের কাছে বিক্রি করেছে তার দেশ। সেখানে ক্রিকেটারদের কেউ কেউ জড়িত বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কয়েকদিন পর সুর পাল্টে তিনি বলেন, তার কেবল সন্দেহ হয়। সেই অভিযোগের সূত্রেই তদন্ত শুরু করেছে লঙ্কান পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট।

পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে সাঙ্গাকারা বললেন, সত্যের প্রকাশ দেখতে চান তিনি।

“ আমি এখানে এসেছিলাম ক্রিকেটের প্রতি দায়িত্ববোধ ও সম্মান থেকেই। আশা করি, তদন্ত শেষে মাহিন্দানন্দার অভিযোগ নিয়ে সত্যটি বেরিয়ে আসবে।”

সাঙ্গাকারার আগে আরেক সাবেক অধিনায়ক ও ওই সময়ের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৬ ঘণ্টা, ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে ২ ঘণ্টা। মাহেলা জয়াবর্ধনেকে জিজ্ঞাসাবাদ করার কথা শুক্রবার।

ভারতের কাছে হেরে যাওয়া ওই ফাইনালের একাদশে আগের ম্যাচের একাদশ থেকে চারটি পরিবর্তন এনেছিল শ্রীলঙ্কা। এতগুলি পরিবর্তন নিয়ে তখন বিস্ময় ছিল অনেকেরই, প্রশ্ন ওঠে এখনও। ফাইনালের টস হয়েছিল দুইবার। রান তাড়ায় লঙ্কানরা ভালো হওয়ার পরও কেন সাঙ্গাকারা আগে ব্যাটিং নিয়েছিলেন, তা নিয়ে তখন প্রশ্ন তুলেছিলেন অনেকে।

এবার আলুথগামাগে অভিযোগ তোলার পরই তা উড়িয়ে দিয়েছিলেন ওই বিশ্বকাপের সাঙ্গাকারা ও জয়াবর্ধনে। 

গত নভেম্বর শ্রীলঙ্কায় ম্যাচ ফিক্সিংকে ফৌজদারি আইনে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অপরাধে শাস্তি হতে পারে ১০ বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে ১০ কোটি রুপি।

পুলিশের জিজ্ঞাসাবাদে যাওয়ার আগে সাঙ্গাকারা বলেছিলেন, এই অভিযোগ নিয়ে শুধু শ্রীলঙ্কার নয়, আইসিসিরও তদন্ত করা উচিত।

সাঙ্গাকারার ক্রিকেট ক্যারিয়ার দুর্দান্ত। খেলাটির সর্বকালের সেরাদের একজন তিনি। অবসরের পরও ক্রিকেট বিশ্বজুড়ে শ্রদ্ধেয় একজন। ৪২ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যান এখন ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা এমসিসির সভাপতি।

tawhid

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago