ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফ স্থল বন্দরে গত জুন মাসে ১৬ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ৮ কোটি ৪১ লাখ ৬৬ হাজার টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।
শুক্রবার ৩ জুলাই রাজস্ব আদায়ের এমন তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্থল বন্দরের শুল্ক কর্মকর্তা আবছার উদ্দিন।
তিনি বলেন, ২০১৯-২০ অর্থ বছরের গত জুন মাসে ২৩২টি বিল অব এন্ট্রির মাধ্যমে ১৬ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। এ মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৮ কোটি ৫২ লাখ টাকা। যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ৮ কোটি ৪১ লাখ ৬৬ হাজার টাকা বেশি আদায় হয়েছে। এতে মিয়ানমারের পণ্য আমদানি হয়েছে ২৮ কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকার।
এছাড়া গত মাসে শাহপরীরদ্বীপ করিডোরে ৫ হাজার ২১৩ টি গরু, ৩ হাজার ৩১২টি মহিষ আমদানি করে ৪২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা রাজস্ব আদায় হয়েছে।
অপরদিকে মিয়ানমারে রফতানি হয়েছে ৪৯টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে ১ কোটি ৬৩ লাখ ৪১ হাজার টাকার দেশি পণ্য। তিনি আরো বলেন, জুন মাসে মিয়ানমার থেকে পণ্য আমদানি বেশি হওয়ায় টার্গেটের চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশেপাশে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা…
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…