মিউটেশনের মাধ্যমে দ্রুত ছড়াচ্ছে করোনা!

সমকাল : যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি বলেছেন, করোনাভাইরাস এমনভাবে নিজের মিউটেশন (রূপান্তর) ঘটাচ্ছে, যাতে এটি আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। আর এক্ষেত্রে সংক্রমণের লাগাম টানার কৌশল হচ্ছে পুল টেস্টিং। এদিক থেকেই যুক্তরাষ্ট্র সঠিক পথে হাঁটছে না। 

বৃহস্পতিবার দ্য জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনকে (জেএএমএ) দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন হোয়াইট হাউসের করোনা বিষয়ক টাস্কফোর্সের অন্যতম সদস্য ড. ফাউসি। খবর সিএনএনের। 

যুক্তরাষ্ট্রে প্রকট রুপে সংক্রমণ ও প্রাণহানি ঘটাচ্ছে মহামারি করোনাভাইরাস। বুধবার একদিনেই দেশটিতে অর্ধলক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে। এমন পরিস্থিতিতে লকডাউন তুলে সবকিছু চালু করতে প্রস্তুত হওয়া অন্তত ২৩টি রাজ্য পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছে। 

করোনার ভয়াবহতা নিয়ে সব সময়ই সতর্ক করে আসা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজেসের পরিচালক ফাউসি বলেন, যুক্তরাষ্ট্রে করোনা মহামারি পরিস্থিতি ইতিবাচক দিকে নেই। তবে সতর্কতার সঙ্গে সবকিছু চালুর মাধ্যমে করোনার সংক্রমণে ভারসাম্য আনা সম্ভব। 

ফাউসি বলেন, আমি মনে করি, এটি অত্যন্ত সুস্পষ্ট যে আমরা করোনা নিয়ে সঠিক পথে চলছি না। তিনি বলেন, এটি সবকিছু খুলে দেওয়ার কিংবা জনস্বাস্থ্য বিবেচনায় সব বন্ধ করে রাখার বিষয় নয়। লকডাউন করে ঘরে বসে থাকা কিংবা যা ঘটছে ঘটুক বলে সব খুলে দেওয়ার সময় এটি নয়। তিনি বলেন, সবচেয়ে ভালো পথ হচ্ছে, দেশকে চালু করতে হবে নিরাপদ উপায়ে। সেটি জনস্বাস্থ্য বিবেচনায় নিয়েই। 

সাম্প্রতিক কিছু গবেষণায় বলা হচ্ছে, করোনা রূপান্তরের মাধ্যমে আরও বেশি সংক্রমণ ঘটাচ্ছে। 

এ নিয়ে ফাউসি বলেন, এটি পরিলক্ষিত হচ্ছে যে বিশেষভাবে রূপান্তরের মাধ্যমে করোনা আরও বেশি সংক্রমণ ঘটাচ্ছে। তথ্য পাচ্ছি যে, একটি একক মিউটেশনের ফলে ভাইরাসটি আরও বেশি প্রতিরূপ তৈরি করতে পারে এবং তাতে ভাইরাসের সক্ষমতা আরও বাড়ে। 

যদিও গবেষণাগুলো বলছে, ওই রূপান্তরিত ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ কতটা অসুস্থ হচ্ছে কিংবা শরীর আরও বেশি খারাপ হয় কিনা, সেটি এখনও নিশ্চিত নয়। 

তিনি বলেন, তবে এক্ষেত্রে উপায় হচ্ছে, পুল টেস্টিং। এ কৌশলটি হচ্ছে একই স্থানে একসঙ্গে অনেক বেশি মানুষের নমুনা পরীক্ষা। একটি বড় কমিউনিটিকে ভাইরাসমুক্ত করতে এটি খুবই কার্যকরী কৌশল। একক ব্যক্তিকে পরীক্ষার চেয়ে এ পুল টেস্টিংয়ে সময়, অর্থ ও সরঞ্জাম সবকিছুতেই সাশ্রয় হয়। 

উল্লেখ্য, ভাইরাসের মিউটেশনের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরা জানিয়েছেন, সব ভাইরাসের বিবর্তন ঘটে বা তাদের জীবনকালে মিউটেশন ঘটে। করোনার মতো আরএনএ ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে অন্য ভাইরাসের চেয়ে দ্রুত মিউটেশন ঘটায়। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সংস্থা সম্ভাব্য মিউটেশন খুঁজে দেখতে জেনেটিক সিকোয়েন্সের ডেটাবেস তৈরি করেছে।

tawhid

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

1 day ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

1 day ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

1 day ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

2 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

2 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

3 days ago