করোনাকালের ক্রিকেটে কেমন হবে উদযাপন, দেখালেন জেমস অ্যান্ডারসন

প্রথম আলো : করোনাকালের স্বাস্থ্যবিধি বদলে দিয়েছে জীবনযাপনের অনেক নিয়ম। বদলে দিয়েছে খেলাধুলায় উদ্‌যাপনের চিরাচরিত কিছু দৃশ্যও। তো করোনা-বিরতি কাটিয়ে ক্রিকেট মাঠে ফেরার পর কেমন হতে পারে বোলার বা ব্যাটসম্যানদের উদ্‌যাপন? জেমস অ্যান্ডারসনের মাধ্যমে সেটার কিছুটা আভাস পাওয়া গেল।

হাত মেলানো নেই, নেই হাই ফাইভও। দৌড়ে এসে সতীর্থের পিঠ চাপড়ে দেওয়া নেই, নেই উচ্ছ্বাসে জড়িয়ে ধরাও। শুধু কনুইয়ে কনুই ঠেকিয়ে অভিনন্দন জানানো—ব্যস, এটুকুই। প্রস্তুতি ম্যাচে ইংলিশ পেসার অ্যান্ডারসন উইকেট পাওয়ার পর তাঁর সঙ্গে এভাবেই উদ্‌যাপন করেছেন সতীর্থরা। আগামী দিনে ক্রিকেটের উদ্‌যাপনও কি এ রকমই হতে যাচ্ছে?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে কাল একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে ইংল্যান্ড নিজেদের মধ্যে। যেখানে মুখোমুখি হয়েছে ‘টিম স্টোকস’ ও ‘টিম বাটলার’ নামে দুই দল। ওই ম্যাচেই জো ডেনলিকে অ্যান্ডারসন আউট করার পর দেখা গেছে এমন উদ্‌যাপন। উইকেটকিপার বেন ফোকস অবশ্য দৌড়ে এসেছে হাই ফাইভ-এর জন্য হাতও তুলেছিলেন। তারপরই হয়তো তাঁর মনে হয়েছে, এখন তো করোনাকাল, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে!

করোনা-বিরতি শেষে ইউরোপিয়ান ফুটবল মাঠে ফেরার পরও শুরুতে দেখা গেছে এমন স্বাস্থ্যবিধি মেনে উদ্‌যাপন। এখন অবশ্য সবাই আর সেটা মানছেন না, অনেক ফুটবলারকেই দেখা যায় সতীর্থকে জড়িয়ে ধরে উদ্‌যাপন করতে। হয়তো ভাবেন, সবাই যেহেতু করোনা নেগেটিভ নিশ্চিত হয়েই মাঠে নামছে, এত সতর্কতার দরকার নেই। আবার কেউ কেউ এখনো স্বাস্থ্যবিধি মেনে চলছেন।

ক্রিকেটও ফিরছে একেবারে জৈব সুরক্ষিত পরিবেশে। মাঠে নামার আগে করোনা নেগেটিভ নিশ্চিত হয়ে, ১৪ দিনের কোয়ারেন্টিন কাটিয়ে আসছেন ক্রিকেটারেরা। তবে তারপরেও সতর্ক থাকলে সমস্যা কী! অ্যান্ডারসনদের এমন উদ্‌যাপন হয়তো ওই সতর্কতা মাথায় রেখেই। তবে এটা কত দিন ধরে রাখতে পারেন ক্রিকেটারেরা, সেটাই দেখার অপেক্ষা।

tawhid

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago