একটি শিশু ভূমিষ্ঠ হবার প্রাক্কালে-
তার মগজ ছুড়েঁ ফেলে দেয়া হয় নর্দমায়
সেখানে বসিয়ে দেয়া হয়- একদলা গোবর !
সেই কাজটি খুব স্বযত্নে করা হয়;
অন্তরালে- রাষ্ট্র !
গোবরে নাকি পদ্মফুল ফোটে !
সব বোগাস !
সেখানে রোপন করা হয় একটি নাম না জানা বৃক্ষ চারা
বয়সের সাথে সাথে চারাটিও বড় হয়ে
বিশাল বৃক্ষে পরিণত হয় ।
সেই বৃক্ষে সবুজ পাতার চিহ্ন দেখা যায়না
ফুলও ফোটেনা
কিন্তু দু টি দু ধরনের ফল হয়-
একটির নাম- রাজনীতি (ধোঁয়াশা)
অপরটি- ধর্ম (কুয়াশা)
তাদের আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে থাকা
বায়ুমণ্ডলের নাম- দুর্নীতি !
বাতাস ভারী হয়ে আসলে-
ধর্ম রাজনীতিকে ধরে কিংবা
রাজনীতি ধর্মকে আঁকড়ে ধরে ঝুলে থাকে
কেউ কাউকে ছাড়েনা ,আঁকড়ে হায়।
সেই শিশু বড়ো হয়ে
যৌবনের ধারক হবে কিন্তু…!
সেই শিশু হবে আমলা হবে নেতা
বকধার্মিক সেজে পুরনো বোতলে নতুল মাল ঢেলে
অজানার পথ দেখাবে …!
শাসন-শোষনের অকৃত্রিম দাতা হবে;
অতঃপর, প্রতিবাদের ভাষা কেড়ে নেবে;
খুন হাতে মানুষকে ভালবাসবে
ভান করবে দেশপ্রেমিক
চর্মচুক্ষে দেখতেই হবে পরিচালকহীন ছায়াছবি
যেমন এখন…
আর আলোকবর্ষ দূর হতে বেদনাতুর লোভাতুর হিটলার
তাকে আশির্বাদ করবে ।
সেই অপ্রকৃতিস্থ শিশুর হাতে সপে দিতে হবে দেশ
খাবড়ে তুবড়ে ভেঙ্গে ফেলা পুতুল
আমার প্রাণপ্রিয়-
মোটাতাজাকরন ইঞ্জেকশন রিএ্যাকশনের
নাম বর্তমান বাংলাদেশ ।
সেই শিশুর বয়স এখন…।
আমি…
এমনি-এমনি কোরে খেয়ালে বে-খেয়ালে কিছু নিয়ম
নিয়মের ভেতর দিয়ে শূন্য
শূন্যপথ দিয়ে মহাশূন্য
তার ভেতর দিয়ে…. ।
সবকিছু ছিল ঠিকঠাক খেয়ালের বশে
প্রকৃতি পেয়েছে রূপ
প্রাণ পেয়েছে ছন্দ
শুধু মানুষ বেখেয়ালি সৃষ্টি !
এখন আমি বিস্মিত, অবাক !
ভাবছি-
কে আমি ?
কোথায় আমার বেখেয়ালির সৃষ্টি- মানুষ ?
ওরা কারা ?
যাদের আমি করেনি সৃষ্টি
কিন্তু, তাদের সৃষ্টি কীভাবে ?
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…