করোনা স্বেচ্ছাসেবকদের নিয়ে নজিবুলের আবেগঘন অনুভূতি

আপনাদের স্বেচ্ছাশ্রম আমাকে সাহসী করেছে সকল প্রতিকূলতার মুখোমুখি হতে।

প্রিয় সহযোদ্ধা,
সংগ্রামী শুভেচ্ছা জানবেন।এমন একটি সময় যখন মানুষজন করোনা ভাইরাস ছাড়া আর কিছু নিয়ে কথা বলছে না। যে সময়ে পৃথিবীর অসংখ্য মানুষ ঘরের ভেতর স্বেচ্ছাবন্দী হয়ে থেকেছে। অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কখন ঘর থেকে বের হয়ে আবার আগের জীবনে ফিরে যাবে। কতোখানি আগের জীবনে ফিরে যেতে পারবে, সেটা নিয়েও অনেকের ভেতর সন্দেহ। সেই সময়ে আমার সহযোদ্ধা একদল বীর সেনানি ঝড়ে ভিজে, তপ্তরোদে রাস্তায় থেকেছে গোটা ২৫টা দিন। শুধুমাত্র এই শহরের মানুষকে করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা করার তাগিদে। এই নিয়ে অনেকে নাখোশ হয়েছেন, অনলাইন পোর্টাল সহ বিভিন্ন পত্রিকা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে।

এসব স্বেচ্চাসেবকদের কারো বাসায় বাচ্চা,কারো বাসায় বৃদ্ধ বাবা-মা। তন্মধ্যে বাইরে ডিউটি করার কারণে করোনা সংক্রমনের ঝুঁকি থেকে নিজের আপনজনকে বাঁচাতে থাকতে হয়েছে নিজেকে পরিবারের অনান্য সদস্যদের থেকে নিরাপদ দূরত্বে । তাই থাকতে হয়েছে বাসার বারান্দায়,মেঝেতে। এটুকু কষ্ট দেশ ও দশের উপকারে হাসিমুখ মেনে নিয়েছেন আপনারা।

আপনাদের এই আত্মনিবেদন ও স্বেচ্ছাশ্রম,মাটি ও মানুষের প্রতি দরদ, দলের প্রতি ভালোবাসা,নেতা ও নেতৃত্বের প্রতি অাস্থা অামাকে সাহস দিয়েছে। স্পর্ধা দিয়েছে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবার। করোনা সংক্রমন থেকে কক্সবাজার বাসীকে বাঁচাতে দীর্ঘ ২৫ দিন রেডজোন কক্সবাজার পৌরসভায় কঠোর লকডাউন বাস্তবায়নে পৌর আওয়ামীলীগের স্বেচ্ছা সেবক বাহিনীর আত্মত্যাগ ইতিহাসের পাতায় লেখা থাকুক।

সর্ব মহলে প্রশংসিত হয়েছে নিজের জীবন বাজি রেখে কক্সবাজার বাসির জীবন বাঁচাতে আপনাদের এই লড়াকু দিনযাপন। কক্সবাজার বাসি স্মরণে ও স্মৃতিতে আপনাদের ঠাঁই হবে বলে আমার বিশ্বাস।

এই যে ২৫ টা দিন কত কাঠ খড় পোহাতে হলো আমার আর আপনাদের। তারপরেও ধৈর্য্য এবং নিষ্ঠার সাথে কাজ করেছেন বলেই আজ কক্সবাজার পৌরসভার সংক্রমনের সংখ্যা ৩৫% থেকে কমে ১১.৬% এ নেমে এসেছে। এই কাজ টুকু সম্ভব হয়েছে শুধু আপনাদের একাগ্র চিত্তে মাঠে পড়ে থাকা ও দেশপ্রেমের কারনে।
কক্সবাজার পৌর আওয়ামীলীগের স্বেচ্ছাসেবক টিম আজ জেলার গন্ডি পেরিয়ে জাতীয় পর্যায়েও প্রসংশিত।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথম ভিডিও কনফারেন্সে বলেছিলেন, কক্সবাজার কে করোনা মুক্ত রাখতে,আমরা জীবন বাজি রেখে তা করতে চেষ্টা করছি। যেহেতু আমরা তার সৈনিক।
বীরত্বের ইতিহাসটুকু পৌর আওয়ামীলীগের সর্ব স্তরের নেত্রীবৃন্দের পক্ষে উৎসর্গ করলাম আমাদের আশা ভরসার বিশ্বস্ত ভ্যানগার্ড, চেতনা ও লড়াইয়ের বাতিঘর, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে। আপা আমাদের শেষ ঠিকানা। ৩২ নম্বর আমাদের চেতনার বাতিঘর। আর দল আওয়ামী লীগ আমাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের নিউক্লিয়াস।

এই কাজের মাধ্যমে যদি ১জন মানুষের প্রাণ বাঁচে,কিংবা লক্ষ লক্ষ মানুষ রক্ষা পায় করোনা ভাইরাসের আক্রমন থেকে তাঁর সবটুকু কৃত্বিত্বের অহংকার অার গৌরব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদ্দ্যেশে সর্মপন করলাম।

১২ টি ওয়ার্ডের সভাপতি,সাধারন সম্পাদক সহ স্বেচ্ছাসেবক টিম এর সকল সদস্য স্বেচ্ছাসেবকদের হৃদয়ের অতল শ্রদ্ধা ও অনি:শেষ ভালোবাসা।

আমাদের স্বেচ্ছাসেবক রাশেদুল আলম রিপন, ছাত্রলীগের ওয়াসিম সিকদার,সহ ৩ জন কাজ চলাকালীন করোনা পজেটিভ হয়েছে,তার পরও মনোবল হারায়নি স্বেচ্ছাসেবক টিম।

মানবিকতা ও দেশপ্রেমের এটুকু শিক্ষা আমাদের নেতা স্বাধীন বাংলা স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে পাওয়া। জনতার দূর্দিনে মুজিব সেনারা রাজপথ ছাড়ে না তা আপনারা প্রমান করেছেন।

করোনা প্রজেটিভ স্বেচ্ছাসেবকদের সুস্থতা কামনা করছি আর আপনাদের সকলকে ৭ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিচ্ছি।

ইতোমধ্যে আমাদের ৬০ জন স্বেচ্ছাসেবক (স্বাস্থ্য) কন্ট্রাক ট্রেসিংএর কাজ শুরু করেছে। সন্তোষজনক ভাবে তাদের কাজ এগিয়ে যাচ্ছে। আপনাদের নিয়ে জনসচেতনতা সৃষ্টির সহায়ক ভূমিকা পালন করতে শিঘ্রই আমরা নতুন কর্মসূচী নিয়ে জনগণের দৌরগোড়ায় যাবো।

ভাল থাকবেন।
সুস্থ থাকবেন।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

মোহাম্মদ নজিবুল ইসলাম,

সভাপতি
ও স্বেচ্ছাসেবক।
কক্সবাজার পৌর আওয়ামীলীগ।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago