প্রথম আলো : রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার দায়ে মিয়ানমারের কোর্ট মার্শালে তিন সেনা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মিয়ানমারের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মিন অং লায়েংয়ের দপ্তর আজ মঙ্গলবার সামরিক আদালতের বিচারে তিন সেনা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করার বিষয়টি নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা এএফপি আজ বিকেলে এক খবরে জানিয়েছে, কোন তিন সেনা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে আর শাস্তির ধরন কী, সেটা স্পষ্ট করেনি মিয়ানমার সশস্ত্র বাহিনীর প্রধানের দপ্তর।
রোহিঙ্গাদের ওপর নৃশংসতার দায়ে এখন পর্যন্ত মিয়ানমারে কোনো সেনা কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়নি। সে ক্ষেত্রে কোর্ট মার্শালে তিন সেনা কর্মকর্তার শাস্তির বিষয়টি বিরল ঘটনা।
২০১৭ সালের ২৫ আগস্ট থেকে রাখাইনে রোহিঙ্গাদের ওপর যে নৃশংসতা চালানো হয়েছে মিয়ানমার সব সময় তা অস্বীকার করে এসেছে। হত্যা, ধর্ষণ আর নৃশংস নির্যাতনের পাশাপাশি ব্যাপক হারে ঘরবাড়িসহ জনপদ পুড়িয়ে দেওয়ায় ওই সময় থেকে অন্তত সাড়ে সাত লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। বারবার ওই নৃশংসতার অভিযোগ অস্বীকার করার পর মিয়ানমারের কর্তৃপক্ষ গত বছরের সেপ্টেম্বর থেকে কোর্ট মার্শালে রোহিঙ্গা নৃশংসতার অভিযোগে বিচার শুরু করে।
প্রসঙ্গত, এর আগে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গাকে হত্যার অভিযোগে ২০১৮ সালে কয়েকজন সেনা সদস্যকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিল। এক বছরেরও কম সময় কারাভোগের পর দোষী সেনাসদস্যদের মুক্তি দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…