টেকনাফ প্রতিনিধি : টেকনাফ উপজেলার জাদিমোড়া এলাকায় অভিযান চালিয়ে পলিথিন ব্যাগ থেকে ৫০ হাজার ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৫।
বুধবার ভোররাতে হ্নীলা ইউপি জাদিমোড়া ওমর খাল ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ইয়াবা সহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার জাদিমোড়া এলাকার আলী আহাম্মদের ছেলে ফরিদ আলম (২৭), সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার আকবর হোসেনের ছেলে মোঃজাফর আলম (৩৪) ও দমদমিয়া নেচার পার্ক এলাকার ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে মোঃ জোবায়ের (১৯)।
এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, হ্নীলা ইউপি জাদিমোড়া ওমর খাল ব্রীজ সংলগ্ন এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ধৃত ব্যক্তিদের হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৫০লাখ টাকা।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধার ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর টেকনাফ মডেল থানা পুলিশে সোর্পদ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…