সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি-সম্পাদক সহ ৯ পদে বিএনপি, ৬ টি জামায়াত এবং ২টি আওয়ামীপন্থি স্বতন্ত্র প্রার্থীর বিজয় আগে সংসদ নাকি স্থানীয় নির্বাচন ওই বির্তক রাজনৈতিক দলের ; আমরা যেতে চাই না : প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশি আরও ১৯ জেলে সহ ৪ ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি টেকনাফে ৭৫০ কেজি কাঁকড়া নিলামে বিক্রি সমুদ্র সৈকতে ‘বিশ্ব হাঁটা দিবস’ পালিত নাফনদীর মোহনা থেকে দুই লাখ ইয়াবা সহ ৭ রোহিঙ্গা আটক টেকনাফে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড় ইয়াবাকাণ্ডে কক্সবাজারের পুলিশ সুপার প্রত্যাহার ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : সালাহউদ্দিন আহমেদ নবায়নযোগ্য শক্তি অর্জনে সংস্কারের দাবিতে কক্সবাজারে সমাবেশ

আগে সংসদ নাকি স্থানীয় নির্বাচন ওই বির্তক রাজনৈতিক দলের ; আমরা যেতে চাই না : প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন সকলকে নিয়ে ৯১, ৯৬ ও ২০০১ এর মত নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

রবিবার দুপুরে ‘কক্সবাজার জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে’ অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে সবার সম্পৃক্ততা, সবার সহযোগিতা প্রয়োজন।

‘বর্তমান প্রশাসনে যারা আছে তারা ৯১, ৯৬ ও ২০০১ এর নির্বাচন করেছে’ মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন কোন অন্যায় চাপ দেবে না, কোন অন্যায় সিদ্ধান্ত দেবে না।’

তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের আইন অনুযায়ী কাজ করার নির্দেশনা এবং এতে সাথে থাকারও প্রতিশ্রুতি দেন।

‘আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন- রাজনৈতিক দলগুলোর এমন বিতর্কের মধ্যে কোন পথে এগোচ্ছে নির্বাচন কমিশন?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,

‘রাজনৈতিক দলগুলোর এ বিতর্কে আমরা যেতে চাই না। আপাতত নির্বাচন কমিশনের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ। ১৬ লক্ষ মৃত ভোটার আছে। তাদের বাদ দিতে হবে।’

তিনি বলেন, ‘অন্তবর্তী সরকার দু’টো ডেটলাইন দিয়েছে, ডিসেম্বরের মধ্যে বা বড় রিফর্ম হলো জুনের মধ্যে নির্বাচন হবে। এতে মৃত ভোটার, নতুন ভোটারের সংখ্যা বাড়বে। আগামী নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে ।’

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০ টায় এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করো জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।

সভায় পুলিশ সুপার, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, সকল অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888