শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু এলাকার কৃষি জমিতে অবিস্ফোরিত ১টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। যা বর্তমানে তুমব্রু বাজার এলাকায় নিরাপদ স্থানে রাখা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় তুমব্রু সীমান্তের কুলারপাড়ার কৃষি জমিতে পাওয়া যায়।
তুমব্রু এলাকার বাসিন্দা মোহাম্মদ নুর বলেন, তুমব্রু সীমান্তের কুলারপাড়ার ১০ বছরের এক শিশু কৃষি জমিতে পরিত্যক্ত অবস্থায় ১টি মর্টার শেল পায়। যা লোহার রড় মনে করে বিকেলে তুমব্রু বাজার এলাকায় বিক্রি করতে নিয়ে আসে। পরবর্তীতে স্থানীয়রা এটি মর্টার শেল হিসেবে শনাক্ত করে এবং সঙ্গে সঙ্গে বিজিবিকে অবহিত করে। আর বিজিবি খবর পেয়ে ঘটনাস্থলে এসে উৎসুক জনতাকে সরিয়ে দেয়। ধারণা করছি, এটি গেলবছরে মিয়ানমারের অভ্যন্তরীন সংঘাতের জেরে বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়া অবিস্ফোরিত মর্টার শেল।
কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ ফারুক হোসেন খান বলেন, এক শিশু মর্টার শেলটি পেয়ে বাজার নিয়ে আসে। খবর পেয়ে অবিস্ফোরিত মর্টার শেলটি আশপাশ থেকে লোকজনকে সরিয়ে দেয়া হয়েছে। এখন সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে মর্টার শেলটি নিস্ক্রিয় করা হবে।
.coxsbazartimes.com
Leave a Reply