শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার অনুরোধ করলেন সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার অনুরোধ জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, উস্কানিমূলক যেকোন পদক্ষেপে আপনারা অংশ গ্রহন করবেন না। দেশে নৈঃরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে ভবিষ্যতে গনতন্ত্রের পথে, গণতান্ত্রিতক প্রক্রিয়া উত্তরনে জন্য আমাদের বাঁধা আসতে পারে।

অন্তর্বর্তীকালীন সরকার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন করুন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় এবং এই ফাঁকে যাতে কথিত ফ্যাসিবাদের দোসররা দেশে এবং বিদেশে কোন রকমের ষড়যন্ত্র করার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখুন।

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার বিমান বন্দরে পৌঁছে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর পর বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার থেকে নিজ বাড়ি পেকুয়ার উদ্দেশ্য রওয়ানা দেন। তিনি ৮ ফেব্রুয়ারি রবিবার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ছান্দারপাড়া আজিজিয়া মাদ্রাসার জামে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠান এবং সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া পেকুয়া স্পোর্টিং ক্লাব কতৃক আয়োজিত আরফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। চকরিয়া-পেকুয়া আসনের বিএনপির নেতাকর্মীদের সাথে কৌশল বিনিময়ের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888