রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‘নিষিদ্ধ ছাত্রলীগের’ ঝটিকা মিছিল : ৪৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮ মাদক বহনকারি ট্রলার থেকে নদীতে ঝাঁপ দিয়ে একজনের মৃত্যু, ইয়াবাসহ যুবদল নেতা আটক আরাকান আর্মির আটকে রাখা পন্যবাহি অপর জাহাজ ১৬ দিন পর টেকনাফ বন্দরে নেচে-গেয়ে বালুচরে দাঁড়িয়ে সূর্যাস্তে মুগ্ধ বিদেশিরা চলতি বছর সেন্টমার্টিনে শেষ যাত্রা শুক্রবার, এক মাস বাড়ানোর দাবিতে মানববন্ধন সৈকতে ২৪ দিনে ৮৪ কাছিমের মরদেহ কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগ এবং ৫ শিক্ষক ও এক শিক্ষার্থীর শাস্তির দাবি ছাত্রদলের রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই অস্ত্র কারবারি আটক ‘গাড়ি চুরির’ অভিযোগে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা : আটক ১ টেকনাফে বিদেশি পিস্তল ও গুলি সহ আটক ১

আরাকান আর্মির আটকে রাখা পন্যবাহি অপর জাহাজ ১৬ দিন পর টেকনাফ বন্দরে

নিজস্ব প্রতিবেদক : ইয়াঙ্গুন থেকে পণ্য নিয়ে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের উদ্দ্যেশে আসা চারটি কার্গো জাহাজ নাফ নদীতে তল্লাশীর নামে জিন্মি করেছিল মিয়ানমারের বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মি; এগুলোর মধ্যে দ্বিতীয় দফায় ৩ টি ছেড়ে দিলেও একটি আটকা ছিল। আর সেই জাহাজটি শনিবার ছেড়ে দিয়েছে। যা দুপুর ১ টার দিকে টেকনাফ স্থল বন্দরে এসেছে বলে জানিয়েছেন, টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারি ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, এর আগে ৩টি পণ্যবাহী কার্গো জাহাজ আরাকান আর্মির হেফাজত থেকে মুক্তি পেয়েছিল। ওই জাহাজ ৩টি মালামাল খালাস করে ইয়াঙ্গুনে ফিরে গেছে।

তিনি বলেন, ১৬ ও ১৭ জানুয়ারি দুইটি করে মোট চারটি কার্গো মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় তল্লাশির নামে জিম্মি করে রাখে। এসব কার্গোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ বিভিন্ন মালামাল ছিল। এর মধ্য গত ১৯ ও ২০ জানুয়ারি তিনটি বোট ছেড়ে দিয়েছিল আরাকান আর্মি। সেখানে দুটো কার্গোতে ২৭ হাজার ৭২২ বস্তা মালামাল ছিল। এর আগেরটাতে ১ হাজার সিএফটি কাঠ ছিল।

স্থলবন্দরের ব্যবসায়ীরা বলছেন, দেড় মাস পর ১৬ জানুয়ারি শনিবার ইয়াঙ্গুন থেকে কয়েকজন ব্যবসায়ীর পণ্যবাহী কার্গো জাহাজ টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। নাফ নদের মোহনায় সে দেশের জলসীমানার নাক্ষ্যংকদিয়া এলাকায় তল্লাশির নামে পণ্যবাহী ৪টি জাহাজ আটকে দিয়েছিল আরাকান আর্মি। এর মধ্যে আচার, শুঁটকি, সুপারি, কফিসহ ৫০ হাজারের বেশি বস্তা পণ্য রয়েছে। এসব পণ্য স্থলবন্দরের ব্যবসায়ী শওকত আলী, ওমর ফারুক, মো. আয়াছ, এম এ হাসেম, মো. ওমর ওয়াহিদ, আবদুর শুক্কুর সাদ্দামসহ অনেকের। সর্বশেষ সোমবার সকালে সাতুরু এবং এমবি হারিকিউ লেছ নামে দুটি পণ্যবাহী জাহাজ ফেরত আসলেও একটি কার্গো জাহাজ আরাকান আর্মি হেফাজতে ছিল। সেটিও শনিবার ছেড়ে দিয়েছে। এই জাহাজে ৩০ হাজারের বেশি বস্তা মালামাল রয়েছে।

টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এহতেশামুল হক বাহাদুর বলেন, ১৬ দিন পর আটকে থাকা পণ্যবাহী জাহাজটি ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। জাহাজটি ঘাটে পৌঁছেছে। ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888