বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন

বাফুফে এর টেকনিক্যাল সেন্টারের স্থান পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার অর্থায়নে কক্সবাজারে নির্মিতব্য বাফুফে এর টেকনিক্যাল সেন্টারের স্থান পরিদর্শন করেছে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

সোমবার দুপুরে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক লাগোয়া স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের পাশে সংশ্লিষ্ট পর্যায়ে প্রস্তাবিত এলাকায় প্রতিনিধি দলের সদস্যরা স্থানটি পরিদর্শন করেন।

যেখানকার সুবিশাল এলাকায় নির্মিত হবে বাফুফে’র এই টেকনিক্যাল সেন্টার।

পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মিদের কাছে এই সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ( বাফুফে ) সহ সভাপতি মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী।

তিনি বলেন, ইতিমধ্যে বাফুফে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে চাহিদা অনুযায়ী ১৯.১ একর জমি বরাদ্দ চেয়ে আবেদন করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রামু উপজেলা সহকারী ভূমি কমিশনারকে নির্দেশনা প্রদান করেছেন। এরই আলোকে বাফুফে’র একটি প্রতিনিধি দল এবং রামু উপজেলার সহকারী ভূমি কমিশনার মোঃ সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে টেকনিক্যাল সেন্টারের প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেছেন।

এসময় বাফুফে সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী আরও বলেন, রামু উপজেলার খুনিয়াপালংয়ে ইতিপূর্বে পরিবেশবাদী সংগঠনের আপত্তির কারণে প্রস্তাবিত জায়গাটি বাতিল হয়ে যায়। পরবর্তীতে সকল অংশীজনের সাথে কথা বলে রামুর রশিদনগরের জায়গাটি চুড়ান্ত করা হয়েছে।

“ সরেজমিনে যা দেখলাম ভালো একটি ফুটবল টেকনিক্যাল সেন্টার এখানে নির্মাণ করা সম্ভব। প্রশাসনিক যাবতীয় কাগজপত্র ঠিক হলে দ্রুত কাজ শুরু করা হবে। “

রামুর সহকারী কমিশনার ( ভূমি ) মো: সাজ্জাদ জাহিদ রাতুল জানান, বাফুফের উর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে প্রস্তাবিত জায়গাটি পরিদর্শন করা হয়েছে। জমির আশপাশের বিষয়গুলো সমন্বয় করে সহসাই অগ্রগতি প্রতিবেদন দেয়া হবে।

বাফুফে প্রতিনিধিদলের সাথে পরিদর্শনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর এ্যাসিস্টেন্ট প্রজেক্ট ম্যানেজার মো: তানভির আহমেদ ছিদ্দিকী, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক হারুন উর রশীদ, সাবেক কার্য নির্বাহী সদস্য ও কক্সবাজার জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি এমআর মাহবুব, সাবেক জাতীয় ফুটবলার জেলা দলের কোচ মাসুদ আলম ও ক্রীড়া সংগঠক সরওয়ার রোমন প্রমুখ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রস্তাবিত বাফুফে টেকনিক্যাল ফুটবল সেন্টার নির্মাণের জন্য ফিফা বাফুফেকে পর্যাপ্ত টাকা প্রদান করবে। প্রস্তাবিত বাফুফে সেন্টারে থাকবে পুরুষ-মহিলা পৃথক দুইটি ডরমিটরি, জিমনেশিয়াম, সুইমিংপুল, দুইটি খেলার মাঠ। এর মধ্যে একটি ন্যাচারাল এবং অন্যটি টার্ফের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888