মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে পাচারকালে বিজিবি ধাওয়াই পাচারকারিদের ফেলে ২ লাখ ৪৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার দিনগত রাত দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া দেড় নাম্বার সুইসগেট নামক এলাকা থেকে এসব ইযাবা উদ্ধার করা হয় বলে মঙ্গলবার দুপুরে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোঃ মহি উদ্দিন আহমেদ।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি এ অভিযান চালায়। রাত দেড়টার দিকে ৬ জন ব্যক্তিকে নাফ নদীতে সাঁতরিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেওড়া বাগানের দিকে আসতে দেখে। টহলদল ওই ব্যক্তিদের ধাওয়া করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারের সুযোগে কয়েকটি ব্যাগ ফেলে দিয়ে নাফ নদীর তীরে ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। পরে টহলদল ওই এলাকায় তল্লাশী করলে তিনটি ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগের ভিতরে ২ লাখ ৪৮হাজার ইয়াবা মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। টহলদল ওই এলাকায় অভিযান চালালেও কোনো চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।
.coxsbazartimes.com
Leave a Reply