শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জনকে আটক করেছে এপিবিএন পুলিশ।
মঙ্গলবার মধ্যরাত পৌণে ২ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫ ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান, ৮ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মো. আমির জাফর।
আটকরা হল, উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১ ব্লকের আব্দুর রহমানের ছেলে মো. আজিজ (২২) এবং একই ক্যাম্পের এফ-১ ব্লকের মো. হোসেনের ছেলে ইকবাল হোসেন (২৫) ও সি-২ ব্লকের বক্তার আহমদের ছেলে মোহাম্মদ এনাম (১৯)।
এডিআইজি আমির জাফর বলেন, মঙ্গলবার মধ্যরাতে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫ ব্লকের লার্ণিং সেন্টারের সামনে কতিপয় দূর্বৃত্ত অপরাধ সংঘটনের উদ্দ্যেশে সশস্ত্র অবস্থায় অবস্থানের খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
“ আটকদের দেহ তল্লাশী করে পাওয়া যায় ম্যাগজিনসহ ১ টি বিদেশি পিস্তল ও ৩ টি গুলি। “
এপিবিএন এর কর্মকর্তা বলেন, আটকরা রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে অপহরণ, ডাকাতি ও চাঁদাবাজীসহ নানা অভিযোগ রয়েছে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এডিআইজি আমির জাফর।
.coxsbazartimes.com
Leave a Reply