রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উখিয়া উপজেলার উদ্যেগে আউশ (ব্রিধান ৯৮) জাত ধানের মাঠ দিবস সোমবার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না গ্রামে উখিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ বেনজির ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিজাম উদ্দিন।
এতে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা, প্রদশনীর কৃষকসহ শতাধিক কৃষক কৃষাণী।
কৃষক মীর কাশেম বলেন, প্রথম বারের মতন কৃষি অফিসের সহায়তা নিয়ে আমরা একই মাঠের সকল কৃষকেরা ১৮ একর আউশ ধানের চাষ করেছি। অনেক টাকার লাভবান হয়েছি।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ বেনজির ইকবাল বলেন, আগামী মৌসুমেও আউশ আবাদ বৃদ্ধি করতে কৃষি অফিস সর্বোচ্চ সহযোগিতা পরামর্শ দিয়ে যাবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিজাম উদ্দিন বলেন, উখিয়াতে প্রায় ৩০ হেক্টর আউশধান চাষাবাদ হয়েছে। আগামীতে আরো বড় আকারের চাষাবাদের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি উপজেলার চাষীদেরকে আউশ চাষাবাদ করতে অনুরোধ জানান।
.coxsbazartimes.com
Leave a Reply