শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যে বাংলাদেশে সীমান্ত পরিস্থিতি দুই দিন শান্ত থাকলেও বৃহস্পতিবার রাতে ওপারে মুহুর্মুহু গোলাগুলির শব্দ শুনা গেছে। তবে তা ঘুমধুম সীমান্ত এলাকায় না। এবার শব্দ শুনতে পেয়েছে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাফনদী সীমান্তের ওপারে।
হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি জানিয়েছেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল, উনচিপ্রাং, কানজর পাড়া সীমান্তের নাফনদীর ওপারে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত গোলাগুলির শব্দ শুনা গেছে।
তিনি জানান, শুক্রবার সকাল থেকে এই শব্দ আর শুনা যায়নি।
তবে বান্দরবানের ঘুমধুম সীমান্ত ও উখিয়ার পালংখালীর পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম ও পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।
.coxsbazartimes.com
Leave a Reply