শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত কিছুটা কমেছে। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার দুপুর পর্যন্ত সীমান্তের কাছা-কাছি এলাকায় গোলাগুলির শব্দ কমেছে। বিচ্ছিন্নভাবে কয়েকটি শব্দ শুনা গেলেও অনেকটা বন্ধ রয়েছে বিস্ফোরণের শব্দ। এ পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফের উলুবনিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারের বিজিপির আরও ৬৩ সদস্য পালিয়ে এসেছে।
বুধবার বেলা ১২ টার দিকে উলুবনিয়ার সীমান্ত দিয়ে বিজিপির এই ৬৩ সদস্য পালিয়ে আসে নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি।
তিনি জানান, পালিয়ে আসারা অস্ত্র জমা দিয়ে বিজিবি হেফাজতে নেয়া হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মোট ৩২৭ জন বিজিবি, সেনাসদস্য সহ অন্যান্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানিয়েছেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত মঙ্গলবার মধ্য রাত থেকে বন্ধ বলা যায়। বিচ্ছিন্ন কিছু শব্দ শুনা গেলে গোলাগুলি শব্দ আর নেই।
.coxsbazartimes.com
Leave a Reply