শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে চলমান সংঘাতে গোলাগুলি যেন থামছে না। কি স্থল কি আকাশপথ সমানতালে চলছে গোলাগুলি। হেলিকপ্টার থেকে করা হচ্ছে গুলি আবার হেলিকপ্টার লক্ষ্য করে করা হচ্ছে গুলি। একই সঙ্গে মর্টার শেলের বিকট শব্দে কাঁপছে তুমব্রু, ঘুমধুম সীমান্ত। এ পরিস্থিতিতে সোমবার দুপুর আড়াই টার দিকে মিয়ানমার থেকে ছোঁড়া একটি মর্টার সেল ঘুমধুম সীমান্তের জলপাইতলি এলাকায় এসে পড়েছে। এতে এক নারী সহ ২ জন নিহত হয়েছেন।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ২ জন নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি বিস্তারিত বলতে পারেননি।
ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন। বিস্তারিত সংগ্রহ করা হচ্ছে।
স্থানীয় চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, মিয়ানমারের ওপার থেকে আসা মর্টার সেলের আঘাতে ২ জনের মৃত্যু হয়েছে। এক বৃদ্ধ, তার নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। অপরজন স্থানীয় বাদশা মিয়ার স্ত্রী আসমা খাতুন (৫৫)।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (৩ টা ১৫ মিনিট) মরদেহ ঘটনাস্থলে রয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply