রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় যাত্রিবাহী মিনিবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।
শনিবার রাত ৮ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংযোগ সড়কস্থলে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান, উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
নিহত মুফিজুল ইসলাম (২৯) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার রশিদ আহমদের ছেলে।
আহতরা হল- নিহতের স্ত্রী মর্জিনা আক্তার (২২), অটোরিকশার চালক ও উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের রুহুল্লারডেবা এলাকার ফরিদ মিয়ার ছেলে সব্বির আহমদ (২৫), টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা মৌলভীপাড়ার আবু বক্করের মেয়ে জান্নাতুল (২২), একই এলাকার আহমদ হোছেনের স্ত্রী আজিজা (২৫) এবং উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল হকের ছেলে হামিদ হোছেন (৪০)।
হতাহতরা সকলে অটোরিকশার যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, শনিবার রাতে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংযোগ সড়কস্থলে কক্সবাজার শহরমুখি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা সী-লাইন পরিবহন সার্ভিসের একটি মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু ঘটে এবং চালকসহ পাঁচজন আহত হয়। এসময় মিনিবাসের চালক ও সহকারি পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করেছে বলে জানান ওসি।
শামীম হোসেন জানান, নিহতের মৃতদেহ শাহপরী হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply