মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, কক্সবাজার পৌরসভা পরিচালিত একমাত্র প্রাচীন বিদ্যাপীঠ কক্সবাজার পৌর প্রিপ্যার্যাটরি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিন সোমবার বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই বই উৎসব।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ প্রতিম পাল এর সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক প্রিয়াঙ্কা দত্তের সঞ্চালনায় পবিত্র কোরআন, গীতা বাইবেল থেকে পাঠের মধ্যদিয়ে শুরু হয় এই অনুষ্ঠান।
শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মাঠভর্তি অভিভাবক, শিক্ষার্থী ও সকল শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে বর্তমান শিক্ষা ব্যবস্থা, বিদ্যালয়ের গুণগত পাঠদান, নতুন মূল্যায়ন ব্যবস্থা পারিপার্শ্বিক অবকাঠামো এবং শিক্ষকদের গুণগত মানদন্ডের উপর বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম সরওয়ার শাহিন, সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃ ইদ্রিস, আনম নুরুল আমিন, পরেশ কান্তি দে, সহকারী শিক্ষক সুজন দাস, তাহমিদুল মুনতাসির ও সাইফুল কবির সাইকী।
সহকারী শিক্ষক তাহমিদুল মুনতাসির শুভেচ্ছা বক্তব্য রাখেন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রুবি চৌধুরী। তিনি নিজের সন্তানকে এই বিদ্যালয়ে পড়িয়ে অহংকার বোধ করেন এমনটি মতামত প্রকাশ করেন।
.coxsbazartimes.com
Leave a Reply