শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪ চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

হলফনামা বিশ্লেষণ-কক্সবাজার ৪ : এমপি শাহীন আক্তারের বাৎসরিক আয় কমলেও সম্পদ বেড়েছে ১২ গুণ

স্বামী বদির সম্পদ বেড়েছে পৌন ২ গুণ

বিশেষ প্রতিবেদক : কক্সবাজার ৪ উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহীন আক্তারের বাৎসরিক আয় কমলেও ৫ বছরে স্থাবর ও অস্থাবর সম্পদ বেড়েছে ১২ দশমিক ১৫ গুণ। একই সঙ্গে তাঁর স্বামী সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির সম্পদ গত ৫ বছরে ১ দশমিক ৮৪ গুণ বেড়েছে।

২০১৮ সালের নির্বাচনে নানা বির্তকের জের ধরে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হন আবদুর রহমান বদি। তার পরিবর্তে কক্সবাজার ৪ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন বদির স্ত্রী শাহীন আক্তার। ওই নির্বাচনে এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন শাহীন আক্তার। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী।

২০১৮ সালেরর একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন বরাবরে এমপি শাহীন আক্তারের জমা দেয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৮ সালে তাঁর বাৎসরিক আয় ছিল ৪ লাখ ২৯ হাজার ৮০৫ টাকা। যেখানে কৃষি খাত থেকে বছরে ১৮ হাজার ২২৫ টাকা, বাড়ি বা দোকান ভাড়া থেকে ৫৬ হাজার ৯৮০ টাকা, ব্যবসা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা আর লবণ মাঠ থেকে ৪৬ হাজার ৬ শত টাকা আয় করতেন। কিন্তু ২০২৩ সালে এসে শাহীন আক্তারের বাৎসরিক আয় দাঁড়িয়েছে ২ লাখ ৭৬ হাজার ৬৯৭ টাকা। ৫ বছরের বাৎসরিক আয় কমেছে ১ লাখ ৫৩ হাজার ১০৮ টাকা। বর্তমানে তিনি কৃষি খাত থেকে ১৯ হাজার ৪৪০ টাকা, দোকান ও বাড়ি ভাড়া থেকে ২ লাখ ৭ হাজার ৮৫৭ টাকা এবং লবণ মাঠ থেকে ৪৯ হাজার ৪ শত টাকা পান। উভয় হলফনামায় তাঁর স্বামী আবদুর রহমান বদির বাৎসরিক আয়ের কোন তথ্য উপস্থাপন করা হয়নি।

২০১৮ সালে শাহীন আক্তারের অস্থাবর ও স্থাবর সম্পদের পরিমাণ ছিল ১৮ লাখ ৪১ হাজার টাকার। যেখানে অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ৫ লাখ ৮৫ হাজার টাকার আর স্থাবর সম্পদ ছিল ১২ লাখ ৫৬ হাজার টাকার। ৫ বছরে এই অস্থাবর ও স্থাবর সম্পদ ১২.১৫ গুণ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৩ লাখ ৭৯ হাজার ১৪০ টাকা। যেখানে অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৩৬ লাখ ৬১ হাজার ৯৩২ টাকার আর স্থাবর সম্পদের পরিমাণ ৮৭ লাখ ১৭ হাজার ২০৮ টাকার।

এ বছরে তাঁর আবদুর রহমান বদির সম্পদও বেড়েছে ১ দশমিক ৮৪ গুণ। ২০১৮ সালে বদি অস্থাবর ও স্থাবর সম্পদের পরিমাণ ছিল ৭ কোটি ২৮ লাখ ২৬ হাজার ২৩০ টাকার। যেখানে অস্থাবর সম্পদ ছিল ২ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ৬১২ টাকার আর স্থাবর সম্পদ ছিল ৪ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৬১৪ টাকার। ২০১৩ সালে এসে আবদুর রহমান বদি অস্থাবর ও স্থাবর সম্পদ দাঁড়িয়েছে ১৩ কোটি ৪০ লাখ ৪১ হাজার ৫১৩ টাকার। যেখানে অস্থাবর সম্পদ ৫ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ৬১২ টাকার আর স্থাবর সম্পদ ৭ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৯০১ টাকার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888