সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ সৈকতে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২ বুদ্ধাঙ্ক (IQ) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবান শিশুদের বুদ্ধাঙ্ক মাত্রা চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জীবন সংগ্রামি লাইলার কম মূল্যের সবজির দোকান শিক্ষা কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

চাঁদা না পেয়ে পেকুয়ায় লবণ মাঠে তাণ্ডব

পেকুয়া প্রতিবেদক : দাবীকৃত চাঁদা না দেয়ায় কক্সবাজারের পেকুয়ায় লবণ মাঠে তান্ডব চালিয়েছে একদল দুর্বৃত্ত। গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের পালাকাটা মকবুল আহমদ চৌধুরী ঘোনাস্থ লবণ মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ রবিবার ( ৩ ডিসেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভূক্তভোগী লবণ মাঠ চাষী নুরুল কাদের বলেন, আমরা লবণ চাষী। লবণ চাষের মৌসুম শুরু হয়েছে। শ্রমিক দিয়ে মাঠ প্রস্তুতির কাজ চলমান আছে। কয়েকদিন ধরে দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে বদিউদ্দিন পাড়ার কামাল হোসেন, জামাল হোসেন, আবদুল মালেক, নুরুলহক। চাঁদা না দেয়ায় তাঁরা প্রাণ নাশের হুমকি দেয়। রাতে দুর্বৃত্তরা এসে মাঠে তান্ডব চালায়। তাঁরা প্রস্তুতকৃত মাঠের আইল কেটে দেয়।

তিনি আরো বলেন,সকালে মাঠে কাজ করতে এসে দেখি প্রায় ৮০ শতক জমির প্রস্তুতকৃত মাঠের সব আইল কেটে দেওয়া হয়েছে। এখন আমাদের মাঠেও যেতে দিচ্ছেনা। এবিষয়ে আমরা প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছি।

লবণ চাষী আবদুল লতিফ বলেন, ১২ বছর আগে জমি খরিদ করে ভোগ দখলে আছি। বদিউদ্দিন পাড়ার কিছু সন্ত্রাসী জমি দখলের পায়ঁতারা করছে। নানা অজুহাতে চাঁদাও দাবী করছে তাঁরা। আদালতের নিষেধাজ্ঞাও আছে। এরপরেও মাঠে তান্ডব চালিয়েছে।

পেকুয়া থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) নাছির উদ্দিন বলেন, নোটিশ দেওয়ার পরেও তাঁরা অমান্য করে মাঠের আইল কেটে দিয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888