শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ১ টা ২৩ মিনিটে রেল কাউন্টারে গিয়ে প্রথম টিকেট কাটেন প্রধানমন্ত্রী।
এরপর পায়ে হেঁটে যান রেলের দিকে। রেলের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হাতে সবুজ পতাকা দেয়া হয়। আর সেই পাতাকা নেড়ে বাঁশি বাজিয়ে প্রধানমন্ত্রী রেলে উঠেন। ১ টা ২৯ মিনিটে রেলটি রামু স্টেশনের দিকে যাত্রা দেন। ১২ কিলোমিটার পথ অতিক্রম করে প্রধানমন্ত্রী রামু স্টেশনে নেমে যাবে। তার সাথে রেলটি রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, সুধি মহল, শিশু সহ নানা মানুষ রয়েছেন।
রামু পৌঁছার পর প্রধানমন্ত্রী দুপুরের খাবার ও নামাযের বিরতি নেবেন। এরপর বিমান বন্দর হয়ে হেলিক্পটার যোগে যাত্রা দেবেন মাতারবাড়ি।
.coxsbazartimes.com
Leave a Reply