শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বলী পাড়া এলাকায় ১৯৯২ সালের এসআর বাগানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। রামু সহকারী কমিশনার ভুমি নিরুপম মজুমদারের নেতৃত্বে হিমছড়ি ফাঁড়ির পুলিশের সহায়তায় বন বিভাগ এ অভিযান চালায়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় এ উচ্ছেদ অভিযান চালায় বলে জানান ধোয়াপালং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ।
রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানান, খুনিয়াপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বলী পাড়া এলাকায় ১৯৯২ সালের এসআর বাগানে অবৈধ স্থাপনা নির্মান চেষ্টা করে আসছিল ওই এলাকার শামসুল আলম নামে এক ব্যক্তি। এ সংবাদ পেয়ে তার নেতৃত্বে বন কর্মিদের সাথে নিয়ে শামসুল আলমকে সতর্ক করা হয়। এরপরও তিনি অবৈধভাবে বিশাল টিনের ঘর নির্মান করে। এ অবৈধ স্থাপনা নিজ দ্বায়িত্বে সরিয়ে নেয়ার জন্য সময় দেয়া হলেও তিনি তা অগ্রাহ্য করেন। অবশেষে বৃহস্পতিবার বিকালে রামু সহকারী কমিশনার ভুমি নিরুপম মজুমদারের নেতৃত্বে হিমছড়ি ফাঁড়ির পুলিশের সহায়তায় বন বিভাগ এ অভিযান চালায়। অভিযানে এ অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে। এসময় বিট কর্মকর্তা ও বন কর্মীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রেঞ্জ কর্মকর্তা জানান, এ অবৈধ দখলদার শামসুল আলম মুজিব বর্ষে প্রধান মন্ত্রীর দেয়া ঘর পেয়েছেন। তারপরও সে বনভুমি জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মান করেছিল।
.coxsbazartimes.com
Leave a Reply