শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা ক্যাম্প থেকে নানা অজুহাতে বের হয়ে কক্সবাজারের দিকে যাত্রা দেয়া ৫১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। যাদের স্ব-স্ব ক্যাম্প ইনচার্জের মাধ্যমে ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে উখিয়ার মুহুরিপাড়া টেকনিক্যাল কলেজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পুলিশ এ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, প্রতিদিন নানা অজুহাতে ক্যাম্প থেকে বের হয়ে টমটম এবং বাসে করে কক্সবাজার ও বিভিন্ন এলাকায় কাজের অজুহাতে পালিয়ে যাচ্ছিলো রোহিঙ্গারা। তারা বের হয়ে ছড়িয়ে পড়ে সারাদেশে। সংঘটিত করে নানা অপরাধ। যা ঠেকাতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দেড় ঘন্টা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে বের হয়ে আসা ৫১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
ওসি জানান, আটক রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর স্ব স্ব ক্যাম্প ইনচার্জের মাধ্যমে নিদিষ্ট ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। নিয়মিত এ অভিযানে গত তিনমাসে সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply