শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী এর সাথে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার হলরুমে পৌর মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্য পৌর মেয়র বলেন, কক্সবাজার পৌর এলাকায় সকল পূজা মন্ডপের যা যা সমস্যা আছে তা পূজার আগে সম্পন্ন করবে। ধর্ম যার যার রাষ্ট্র সবার। ফলে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধের বাংলাদেশ গড়ে উঠেছে। সেই চেতনাকে ধারণ করেই কিন্তু আজকে রাষ্ট্র পরিচালনা হচ্ছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। কোনো অবস্থাতেই গুজব বা উস্কানিতে কান দিবেন না। কোন কিছু ঘটলে তৎক্ষনাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করুন। কোন দুষ্কৃতি যেনো অপকর্ম না করতে পারে সে দিকে লক্ষ রাখতে হবে। আপনারা প্রতিটি পূজা মন্ডপে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।
পরে মেয়র পৌরসভাধীন ১১টি পূজামণ্ডপে আর্থিক অনুদানের ঘোষণা দেন।
কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর রাজ বিহারী দাশ, হেলাল উদ্দিন কবির ও এস আই আক্তার কামাল আজাদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর, সাধারন সম্পাদক বেন্টু দাশ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাপ্পী শর্মা, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক জনি ধর, জাদিরাম পাহাড় দূর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল দাশ, ইন্দ্রসেন দূর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি মিল্টন নন্দি, ঘোনার পাড়া দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক পাল, স্বরস্বতী বাড়ী দূর্গাপূজা কমিটির সাধারন সম্পাদক রুপক ভট্টাচার্য, কালী বাড়ী দূর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি রাজিব দাশ, মল্লিকপাড়া দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি রিপন মল্লিক, দাশ পাড়া দূর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি জিকু দাশ, বঙ্গপাহাড় দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিমুল পাল, হরিজন পাড়া দূর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ কান্তি দে, বনরুপা ঘৃতপল্লী দূর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর, লাবনী বীচ দূর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার দাশ রানা। উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক প্রিতম ধর, উপ দপ্তর সম্পাদক শুভ দাশ, মিটুন কান্তি দে, রুপন দাশ, রানা মল্লিক শুক্লা, সন্জিত দাশ, রনি দাশ, প্রান্ত মল্লিক, পৌর পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুজন শর্মা, তপ্তসহ পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
.coxsbazartimes.com
Leave a Reply