বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার কক্সবাজার পৌরসভা পরিদর্শন করেছেন। বুধবার সন্ধ্যায় তিনি সস্ত্রীক কক্সবাজার পৌরসভা কার্যালয়ে উপস্থিত হন। এই সময় মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী তাকে শুভেচ্ছা জানান। পৌরসভা কার্যালয়ে এসে প্রথম কবির বিন আনোয়ার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন এবং কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে মেয়রের কার্যালয়ে মেয়র ফুল দিয়ে তাকে বরণ করে নেন। এই সময় সাবেক মন্ত্রিপরিষদ সচিব গুরুত্বপূর্ণ আলাপ-আলোচনা করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন। এই সময় তিনি পৌর পরিষদের কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
এই সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার সালাম, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, প্যানেল মেয়র-১ সালাউদ্দিন সেতু, প্যানেল মেয়র-৩ ইয়াছমিন আক্তার, কাউন্সিলর যথাক্রমে মিজানুর রহমান, এহেসান উল্লাহ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরক্রমা চাকমাসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
.coxsbazartimes.com
Leave a Reply