শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, দৈনিক যায়যায়দিন পত্রিকার চট্টগ্রাম ব্যাুরো প্রধান হেলাল উদ্দিন আর নেই। তিনি শুক্রবার (২৯ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার দুপুর ১২ টার দিকে স্টোক জনিত কারণে তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়েছিল। যায়যায়দিন পত্রিকার কক্সবাজারে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় অংশ নিতে তিনি কক্সবাজারে আসেন।
কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা হেলাল উদ্দিন কক্সবাজার শহর থেকে সাংবাদিক শুরু করলেও পরবর্তি তিনি চট্টগ্রামে চলে যান। যেখানে দৈনিক আজাদী সহ নানা পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ দৈনিক যায়যায়দিনের চট্টগ্রাম ব্যাুরো প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
হেলাল উদ্দিনের মৃত্যুর পর তাঁর মরদেহ সন্ধ্যায় নিয়ে যাওয়া হয় কক্সবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে। যেখানে বিভিন্ন পেশাজীবী সহ সাংবাদিকরা তাঁকে শেষ শ্রদ্ধার জানাতে জড়ো হন। ওখানে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের পক্ষে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। এতে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, প্রতিষ্ঠাতা সদস্য আমিনুল হক চৌধুরী, জৈষ্ঠ্য সাংবাদিক তোফায়েল আহমদ, মুহাম্মদ আলী জিন্নাত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
হেলাল উদ্দিনের মরদেহ টেকপাড়ায় নিজ বাড়িতে রাখা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply