শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
রবিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নুনাছড়ি এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
আটকরা হল, কুমিল্লা জেলার ব্রাম্মণপাড়া থানার শশীতল ইউনিয়নের দেউশ এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে মালি মিয়া (৪০) এবং কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ইসলাম নগর এলাকার মৃত আমির হাকিমের স্ত্রী ছমুদা বেগম (৩৫)।
লে. কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, রবিবার সকালে চট্টগ্রাম থেকে বাস যোগে মাদকের বড় একটি চালান কক্সবাজারে পাচারের খবর পায় র্যাব। এ খবরে র্যাবের একটি দল চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নুনাছড়ি এলাকায় অস্থায়ী চৌকি স্থাপন করে যানবাহন তল্লাশী শুরু করে। এক পর্যায়ে চট্টগ্রাম দিক থেকে আসা মিয়ামী পরিবহন সার্ভিসের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে থামানো হয়। এতে গাড়ীতে থাকা নারীসহ দুই ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে র্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয়।
“ পরে জিজ্ঞাসাবাদে আটকরা তাদের সঙ্গে থাকা ব্যাগের ভিতর গাঁজার রাখার তথ্য জানায়। এসময় দুই ব্যাগ তল্লাশী করে পাওয়া যায় ২১ কেজি গাঁজা। “
আটকদের বিরুদ্ধে চকরিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান র্যাবের এ ব্যাটালিয়ন অধিনায়ক।
.coxsbazartimes.com
Leave a Reply