শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪ চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ছিলেন আদর্শ মানুষ

নিজস্ব প্রতিবেদক : তিনি অন্ধকারে আলো জ্বেলেছিলেন, সেই আলোর পথ ধরে পদচিহ্ন আঁকে পরম্পরায়। কেউ শুরু করে আর কেউ অনুসরণ করে এটাই হয়ত অমোঘ নিয়ম। সাংবাদিকতা আর সংবাদপত্র জগতে কক্সবাজারের পথিকৃৎ তিনি। তিনি হলেন জাতির পিতার ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ছিলেন সমুদ্র শহর থেকে প্রথম প্রকাশিত দৈনিক কক্সবাজারের সম্পাদক, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম।

সেই সূর্যপ্রতিম মানুষের ২য় মৃত্যুবার্ষিকী ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার, সন্ধ্যার গভীরে মহাগ্রন্থের উদ্ধৃতি পাঠ, তারপর প্রার্থনার দুহাত করুনাময়ের কাছে, প্রয়াত সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের জন্যে দোয়া ও মিলাদ মাহফিল শেষে প্রেসক্লাব মিলনায়তনে শুরু হয় স্মরণ সভা। যার আয়োজন করে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা। তিনি বলেন, আজকে কক্সবাজারের সাংবাদিকতা যে জায়গায় পৌঁছেছে তা সম্পাদক নুরুল ইসলামের ত্যাগ তিতিক্ষার ফল। তিনি মহান এবং দেশপ্রেমিক ছিলেন বলেই সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশাকে বেছে নিয়েছিলেন। তিনি ছিলেন অনুকরনীয় আদর্শ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। তিনি বলেন,সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের স্মৃতি ধরে রাখতে নেয়া হবে নানান উদ্যোগ।

স্মরণ সভায় বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের বড় সন্তান মুজিবুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আমিনুল হক, সিনিয়র সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম, মমতাজ উদ্দিন বাহারী, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক নুরুল ইসলামের মেজো সন্তান নজীবুল ইসলাম, এডভোকেট সেলিম নেওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

স্মরনসভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সামশুল হক সারেক, সাইফুল ইসলাম চৌধুরী, মঈনুল হাসান পলাশ, হাসানুর রশীদ, ইকরাম চৌধুরী টিপু, সরওয়ার আজম মানিক, ফরহাদ ইকবাল, দীপক শর্মা দিপু প্রমুখ।

এই সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণ সভার আগে কুরআনখানী, দোয়া মাহফিল ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল কাইয়ুম।

২০২১ সালের ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯১ বছর বয়সে সর্বজন শ্রদ্ধেয় এই মহীরুহ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম পাড়ী জমান না ফেরার দেশে। সারাজীবন আলোর পথ দেখানো মানুষটি চলে গেলো অসীম আলোর পথে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888