শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শফিকুল ইসলাম নামের আরও এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিস্ফোরণে আহত শফিকুল ইসলাম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বিস্ফোরণে তার শ্বাসনালি দগ্ধ হয়েছিল।
এ নিয়ে ট্রলারে বিস্ফোরণের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আইয়ুব আলী নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য গত শনিবার ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যান। গত সোমবার ওসমান গণি নামে আরেকজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর এক দিনের মাথায় মঙ্গলবার আরও তিনজনের মৃত্যু হয়।
এর আগে শুক্রবার সেপ্টেম্বর সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় ১২ জেলে। এদের মধ্যে ১০ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
.coxsbazartimes.com
Leave a Reply