শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া ওসমান গনি (৬০) নামে আরো এক জেলে মারা গেছে।
সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনিয়ে উক্ত ঘটনায় এ পর্যন্ত দুই জন মারা গেছে। এর আগে গত শনিবার সকালে আয়ুব আলী (৫৮) নামে এক জেলে ঢাকায় শেখ হাসিনা বার্ন হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ওসমান গনি কক্সবাজার শহরের সমিতি পাড়ার বাসিন্দা।
গত শুক্রবার সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারীঘাট জেটিতে নোঙগর করা মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ১২ জেলে দগ্ধ হয়। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এখন আরো ৮ জন চিকিৎসাধীন অবস্থায় আছে।
চট্টগ্রাম মেডিকেলের ৩৬ নম্বর বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ওয়ার্ডের সহকারী রেজিষ্ট্রার রাশেদ উল করিম জানান, কক্সবাজারে মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হলে গত শনিবার একজন এবং আজ সোমবার একজনের মৃত হয়।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত অপর ২ জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply