শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের বিশিষ্টজন মুক্তিযোদ্ধের সংগঠক এডভোকেট পীযুষ কান্তি চৌধুরী আর নেই। তিনি বৃহস্পতিবার বিকাল ৩ টায় কক্সবাজার জেলা শহরের থানা সড়কের নিজ ফ্ল্যাটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী জ্ঞানেন্দ্র লাল চৌধুরীর একমাত্র পুত্র পীযুষ কান্তি চৌধুরী। জ্ঞানেন্দ্র লাল চৌধুরীকে একাত্তরের মে মার্চে পাকিস্তানী হানদার বাহিনীর সদস্যরা ধরে নিয়ে যান। এরপর ওই সময়ের সার্কিট হাউজে গণহত্যায় শিকার একজন জ্ঞানেন্দ্র লাল। যার মরদেহ পাওয়া যায়নি।
পীযুষ কান্তি চৌধুরী যুদ্ধকালিন সময় ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষে সংগঠকের দায়িত্ব পালন করেন। তিনি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের খ্যাতিমান আইনজীবী, জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-মোজাফফর) কক্সবাজার জেলা শাখার আমৃত্যু সভাপতি, কক্সবাজার স্বরসতি বাড়ি মন্দির ট্রাস্টি কমিটির সভাপতি। কক্সবাজারের প্রগতি ও সাংস্কৃতিক আন্দোলন ও সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন তিনি।
পীযুষ কান্তি চৌধুরীর মৃত্যুকালে বয়স ৭৫ বছর। তিনি শিক্ষক সহধর্মিনী, একমাত্র আইনজীবী কন্যা, আত্বীয়স্বজন, গুণগ্রাহী, শুভাকাংখি, সহকর্মী, বন্ধুবান্ধব রেখে গেছেন। কাল শুক্রবার সকাল ১০ টায় কক্সবাজার জেলা শহরের বাঁকখালী নদীর তীরে কেন্দ্রীয় মহা শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
.coxsbazartimes.com
Leave a Reply