রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফে বস্তাবন্দি শিশু হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ২ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কক্সবাজারে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ ও অনুদান প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’ কুতুবদিয়ায় বিশ্ব নদী দিবস পালিত টেকনাফে নিখোঁজ মেয়ে শিশুর বস্তিাবন্দি মরদেহ উদ্ধার ৩৫ হাজার ইয়াবা সহ পুলিশ কনস্টেবল সহ আটক ২ সেনা কর্মকর্তারা ম্যাজিষ্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত : মব জাষ্টিস নিন্দনীয় ৪৮ মামলার আসামী জিয়াবুলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান : অস্ত্র উদ্ধার টেকনাফে ৩১ দখলদারের থাবায় ১৪ বছরে নিশ্চিহ্ন ৩০০ বছরের পুরোনো বৌদ্ধ বিহার আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১

টেকনাফের পাহাড়ে আবারও ২ জনকে অপহরণ; ২ জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড় থেকে আবারও ২ জনকে অপহরণ করে নিয়ে গেছে অজ্ঞাত সন্ত্রাসী। এসময় অপর ২ জনকে কুপিয়ে আহত করা হয়েছে।

রবিবার সকাল ৮ টার দিকে জাহাজপুরা পাহাড়ে পান বরোজে কাজ করার সময় সশস্ত্র সন্ত্রাসীরা ২ জনকে অপহরণ করে নিয়ে যায়। এসময় বাঁধা প্রদান করায় অপর ২ জনকে কুপিয়ে আহত করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রফিকুল ইসলাম।

অপহৃত ২ জন হলেন, বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার বাচা মিয়ার ছেলে রহিম উদ্দিন (৩২) ও একই এলাকার সরোয়ারের ছেলে মো. রিদুয়ান (১৯)।

আহত ২ জন অপন সহোদর। এরা হলেন, একই এলাকার মো. ইউসুফের ছেলে আব্দুল আমিন (২৫) ও আবদুল্লাহ (১৬)। এর মধ্যে আবদুল্লাহ কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুল আমিন চিকিৎসা শেষে ঘরে ফিরে গেছেন।

আহত আবদুল্লাহ জানিয়েছেন, সকালে পান বরোজে কাজ করার সময় ১০/১২ জন সশস্ত্র মুখোশধারী এসে তাদের ধাওয়া করে ২ জনকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বাঁধা প্রদান করলে তাদের কুপিয়ে আহত করে। তারা দৌঁড়ে পালিয়ে আসলেও ২ জনকে ধরে নিয়ে যাওয়া হয়।

বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রফিকুল ইসলাম জানিয়েছেনম এ পর্যন্ত অপহরণকারিরা অপহৃতদের পরিবারের সাথে যোগাযোগ করেনি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ২ জনকে অপহরণের খবর পেয়ে পুলিশের ২ টি দল অপহৃতদের পরিবার ও এলাকাবাসির সহায়তায় পাহাড়ে অভিযান শুরু করেছে।

এ নিয়ে গত ৭ মাসে টেকনাফের পাহাড় কেন্দ্রিক ৬০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ অপহৃত ৫ রোহিঙ্গা শিশু ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ৪ দিন পর শনিবার মুক্তি পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888