রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে একটি মাদক মামলায় পলাতক আসামী হিসেবে স্বেচ্ছায় আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করে ধরা পড়েছেন মামুন নামের এক যুবক। যিনি টেকনাফে ১ লাখ ১৬ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় র্যাবের দায়ের করার মামলার পলাতক আসামী তোফায়েল সেজে আদালতে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীর সন্দেহ হওয়ায় জেরার এক পর্যায়ে নিশ্চিত হওয়া যায় তিনি তোফায়েল নন, তাঁর নাম মামুন।
রবিবার দুপুরে কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে ‘আয়নাবাজি’র মতো এমন ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল ওই যুবককে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম। তিনি জানান, গত বছরের (২০২২ সালের) ২৯ ডিসেম্বর টেকনাফ থানায় র্যাব-১৫ এর সদস্য আমিনুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। টেকনাফের সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়া থেকে ১ লাখ ১৬ হাজার ইয়াবা উদ্ধারের মামলাটির ৬ নম্বর মামলার পলাতক আসামী হলেন ওই এলাকার আলি আহমদের ছেলে তোফাইল (৩৫) কে। ওই মামলায় তোফাইল স্বেচ্ছায় আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন আদালতে। আদালতের কার্যক্রম চলাকালিন এ মামলার শুনানী শুরু হয়। ওই সময় কাঠগড়ায় উপস্থিত তোফাইল হিসেবে থাকা ব্যক্তিকে সন্দেহ হলে জেরা করেন তিনি। এতে প্রমাণ মিলে তোফাইল সেজে যিনি দাঁড়িয়ে আছেন তাঁন নাম মামুন। বিষয়টি আদালতে অবহিত করলে আদালত তাকে আদালত পুলিশ মাধ্যমে কারাগারে পাঠান।
পিপি জানান, প্রাথমিকভাবে জানা গেছে টাকার বিনিময়ে এ মামুন নামের যুবক তোফাইল সেজে আদালতে এসেছিলেন। নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। এব্যাপারে মামলার পরবর্তি ধার্য্য দিন বিস্তারিত বলা যাবে।
.coxsbazartimes.com
Leave a Reply