শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভার নির্বাচন আগামি ১২ জুন অনুষ্ঠিত হবে। সোমবার (৩ এপ্রিল) নির্বাচন কমিশনের একটি সভা এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত মতে, কক্সবাজার পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময় ২৫ মে ও ভোট ১২ জুন।
সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল, বাছাই ৩০ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ৮ মে ও ভোট ২৫ মে নির্ধারণ করা হয়।
১২ জুন একই তফসিলে খুলনা ও বরিশাল কর্পোরেশন ছাড়াও আড়াইকান্দা উপজেলা, কক্সবাজার পৌরসভার সাথে অনুষ্ঠিত হবে আড়াইহাজার পৌরসভার নির্বাচন।
রাজশাহী ও সিলেট কর্পোরেশনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১ জুন ও ভোট ২১ জুন নির্ধারণ করা হয়েছে। ওই দিন তালোড়া, বাসাইল ও গোপলদী পৌরসভার নির্বাচন হবে।
কক্সবাজার পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ২৫ জুলাই। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামীলীগের প্রার্থী মুজিবুর রহমান। নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতিক নিয়ে রফিকুল ইসলাম, জামায়াত সমর্থীত নাগরিক কমিটির সরওয়ার কামাল ও জাতীয় পার্টির রুহুল আমিন শিকদার মেয়র পদে প্রার্থী ছিলেন।
.coxsbazartimes.com
Leave a Reply