শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফ উপজেলার নাফ নদীর সীমান্ত থেকে প্রায় ৭ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শনিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বাজারের পিছনে লবনের মাঠ থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার নিশ্চিত করেন।
তিনি বলেন, মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের গোপন খবরে ঘটনাস্থলে অভিযান চালান তারা। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে দুইজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন।
বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দিয়ে অন্ধকারের মধ্যে নাফ নদী সাঁতরে দ্রুত মায়ানমারের ভেতরে পালিয়ে যায় বলে বিজিবির এ কর্মকর্তার ভাষ্য।
তিন পাচারকারিদের ফেলে যাওয়া ওই ব্যাগে তল্লাশি করে ১ কেজি ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় । উদ্ধার এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৮৫ লাখ টাকা।
উদ্ধার করা মাদক বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে। আইনী কার্যক্রম শেষে সেগুলো ধ্বংস করা হবে বলে জানান কর্নেল খালিদ। তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
.coxsbazartimes.com
Leave a Reply