শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টের অদূরবর্তী সাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার হয়েছে।
পুলিশ ও কোস্টগার্ডের সংশ্লিষ্টরা জানিয়েছেন, মহেশখালীর সোনাদিয়া চ্যানেল সংলগ্ন বঙ্গোপসাগরে নিখোঁজ থাকা আরও দুই জেলের মৃতদেহ ভাসছে। মৃতদেহ দুইটি উদ্ধারে অভিযান চলছে।
কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন জানান, শনিবার বিকাল সাড়ে ৫ টায় কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন সাগরের খুরুশকূল বেঁড়ীবাধ এলাকা থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলে মো. আইয়ুব (৫০) কক্সবাজার শহরের পুলিশ লাইনের পিছনে ছিদ্দিক হাজীর ঘোনা এলাকার মৃত ফজল আহমদের ছেলে। তার আদি বাড়ী কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের ঘোনার পাড়ায়।
তবে সাগরে ভাসমান অবস্থায় থাকা নিখোঁজ দুই জেলের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশের এ উপ-পরিদর্শক।
পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকালে কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টের অদূরবর্তী সাগরে বৈরী আবহাওয়ায় উত্তাল ঢেউয়ের আঘাতে এফবি মায়ের দোয়া নামের মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে। মঙ্গলবার সদর উপজেলার খুরুশকূলের জনৈক জাকির হোসাইনের মালিকাধীন এ ট্রলারটি ১৯ জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। পরে ফেরার সময় ট্রলারটির দুর্ঘটনার শিকার হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় কোস্টগার্ড সদস্য ও অন্য জেলেরা তাৎক্ষণিকভাবে ৮ জনকে উদ্ধার করলেও ১১ জন নিখোঁজ ছিল। পরে শনিবার রাতে সাগরে অবস্থানকারি বিভিন্ন ট্রলার নিখোঁজ থাকা ৮ জেলেকে উদ্ধার করে। দুর্ঘটনার শিকার ট্রলারটি এখনো উদ্ধার হয়নি।
এসআই আমজাদ হোসেন বলেন, শনিবার বিকালে কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন সাগরের খুরুশকূল বেঁড়ীবাধ এলাকায় এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ স্থানীয় জেলেদের সহায়তায় লাশটি উদ্ধার করে।
” মৃতদেহটি এখনো খুরুশকূল আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন বেঁড়ীবাধে রয়েছে। নিহতের স্বজনরা লাশের ময়নাতদন্ত না করতে অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করেছেন। “
আইনগত প্রক্রিয়া শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশের এ উপ-পরিদর্শক।
আমজাদ বলেন, শুক্রবার বিকালে সাগরে ট্রলার ডুবির ঘটনায় ১৯ জেলের মধ্যে তাৎক্ষণিকভাবে ৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। পরে রাতে নিখোঁজ ১১ জনের মধ্যে আরও ৮ জনকে উদ্ধার করা হয়। এতে নিখোঁজ ছিল আরও ৩ জন।
এদিকে শনিবার বিকালে মহেশখালীর সোনাদিয়া চ্যানেল সংলগ্ন সাগরে দুইটি মৃতদেহ ভাসার খবর স্থানীয়দের কাছে পেয়েছেন বলে পুলিশের এ উপ-পরিদর্শক।
আমজাদ জানান, যেহেতু নিখোঁজ এক জেলের লাশ বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন সাগর থেকে উদ্ধার হয়েছে; এ নিয়ে ধারণা করা হচ্ছে সাগরে ভাসমান থাকা মৃতদেহ দুইটিও নিখোঁজ থাকা জেলেদের।
কোস্টগার্ড সদস্যদের সহায়তায় ফিশিং ট্রলার মালিক সমিতির লোকজন মৃতদেহ দুইটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বলে জানান তিনি।
কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. হামিদুল ইসলাম জানান, মহেশখালীর সোনাদিয়া চ্যানেল সংলগ্ন সাগরে দুইটি মৃতদেহ ভাসার খবর পেয়ে ট্রলার মালিক সমিতিকে অবহিত করা হয়েছে। পরে স্থানীয় জেলেদের সহায়তায় লাশগুলো উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
.coxsbazartimes.com
Leave a Reply