শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়া থেকে অজ্ঞাত পরিচয়ে মৃতদেহ উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করতে মরিয়া হয়ে উঠেছে সিআইডি। মৃতদেহ উদ্ধার হওয়ার সাড়ে ১৪ মাসের এই ব্যক্তি পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।
সিআইডি’র কক্সবাজারের ইন্সপেক্টর মাসুতুল আলম জানিয়েছেন, ২০২১ সালে ৩১ মে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড় বিল এলাকার পাহাড়ী এলাকা থেকে অনুমানিক ৪০ বছর বয়সের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তিতে ময়না তদন্তের প্রতিবেদনে এটি পরিকল্পিত শ্বাসরুদ্ধ করে হত্যা করার প্রমাণ পাওয়া যায়। এব্যাপারে উখিয়া থানার এসআই মনিরুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত চলাচালিন নানা প্রক্রিয়ার পর এই ব্যক্তির পরিচয় মিলেনি। ফলে মামলাটি এখন সিআইডির অধিনে তদন্ত চলছে। মামলার স্বার্থে এই ব্যক্তির পরিচয় শনাক্ত করা জরুরী। পরিচয় পাওয়া না গেলে মামলার অগ্রগতি করা যাচ্ছে না।
.coxsbazartimes.com
Leave a Reply